মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

ইরানকে-বিশ্বকাপ-থেকে-নিষিদ্ধের-দাবি

ইরানকে-বিশ্বকাপ-থেকে-নিষিদ্ধের-দাবি

আসন্ন কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কার করার দাবি জানিয়েছে মহিলাদের অধিকার রক্ষার্থে গঠিত সংস্থা ‘ওপেন স্টেডিয়ামস’। এরই মধ্যে সংস্থাটি এ মর্মে ফিফাকে চিঠি লিখেছে।

সম্প্রতি ইরানে পুলিশের হেফাজতে থাকাকালীন এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সে দেশের সাধারণ মানুষ। এরপরই ফিফাকে এই চিঠি লিখে সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো ‘ওপেন স্টেডিয়ামস’ এর চিঠিতে বলা হয়, ‘ইরানের প্রশাসন এখনো খেলা দেখার ক্ষেত্রে মহিলাদের উপরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে। একই সঙ্গে ইরানের ফুটবল সংস্থাও মহিলা সমর্থকদের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ করছে না।’

সেখানে আরো লেখা হয়েছে, ‘ইরানের ফুটবল সংস্থা প্রশাসনের এই অপরাধগুলির সহযোগী। ইরানের মহিলা ফুটবল সমর্থকদের জন্য এ দেশের ফুটবল সংস্থা বিপদ হয়ে উঠেছে। তা সে বিশ্বের যেখানেই আমাদের জাতীয় ফুটবল দল খেলুক না কেন। অথচ আমাদের সবার জন্য ফুটবল একটা নিরাপদ জায়গা হওয়া উচিত।’

এরপর মহিলাদের রক্ষার্থে গঠিত এই সংস্থাটি লিখেছে, ‘এই কারণেই এ দেশের ফুটবল সমর্থক হিসেবে ভারাক্রান্ত হৃদয়ে বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়ে আমরা উদ্বেগ জানাচ্ছি।’

শেষে ফিফার প্রতি প্রশ্ন তুলে তারা যোগ করেছে, ‘কেন ফিফা ইরান ও সে দেশের প্রতিনিধিদের এ রকম একটা বিশ্বমঞ্চ দেবে? এই বিষয়ে ফিফার নীতির তা হলে কী হবে? ফিফার কাছে আবেদন জানাচ্ছি এখনই ইরানকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হোক।’

Provaati
    দৈনিক প্রভাতী