সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল প্রবাসীর, আহত ২

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

ইঁদুর-মারার-ফাঁদে-প্রাণ-গেল-প্রবাসীর-আহত-২

ইঁদুর-মারার-ফাঁদে-প্রাণ-গেল-প্রবাসীর-আহত-২

গাজীপুরের কাপাসিয়ায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন নামে প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মো. আশরাফুল ও ফাহাদ নামে আরো দুইজন আহত হয়েছেন।

রোববার (১৬ অক্টেবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিচালক (এসআই) সুজন তালুকদার। এর আগে শনিবার (১৫ অক্টোবার) রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তোফাজ্জল উপজেলার কামারগাঁও গ্রামের আলীমউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ৭ বছর মালয়েশিয়ায় অবস্থান করে সম্প্রতি তিন মাসের ছুটি নিয়ে দেশে আসেন। অন্যদিকে, আহত আশরাফুল মৃত মোহাম্মদ আলীর ছেলে ও ফাহাদ একই এলাকার মো. ইমান আলীর ছেলে।

এসআই সুজন তালুকদার বলেন, কামারগাঁও এলাকার  লতিফ তার বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নামিয়ে বিলের ধানের জমিতে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, লতিফ ও মৃতের পরিবার মাঝে আত্মীয়তার সম্পর্ক থাকায় তারা থানায় অভিযোগ করেনি । এ জন্যই আমরা এটাকে অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করেছি।

মৃতের বোন জামাই ইব্রাহিম হোসেন জানান, শনিবার রাতে বাড়ির পূর্ব পাশের বিলে লাইট দিয়ে মাছ ধরতে যান তোফাজ্জলসহ আরো দুইজন। পানিতে নেমে প্রথমেই বিদ্যুতায়িত হন তোফাজ্জল হোসেন। পরে তার সঙ্গে থাকা আরো দুজন তাকে উঠাতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

গত বছর এমনভাবেই কামারগাঁও এলাকায় ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে ইদুঁর মারতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 

Provaati
    দৈনিক প্রভাতী