সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরো এক বিশ্বকাপ খেলা ফুটবলার বসুন্ধরায়

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

আরো-এক-বিশ্বকাপ-খেলা-ফুটবলার-বসুন্ধরায়

আরো-এক-বিশ্বকাপ-খেলা-ফুটবলার-বসুন্ধরায়

২০১৮ ফুটবল বিশ্বকাপে ইরানের স্কোয়াডে ছিলেন ডিফেন্ডার রেজা খানজাদেহ। আগামী মৌসুমের জন্য তাকে ফুটবলার দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ছিলেন রেজা। ২০১৮ সালে মূল স্কোয়াডে থাকলেও বিশ্বকাপের ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার। 

আজ (শনিবার) বসুন্ধরার সঙ্গে রেজার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আগামী মৌসুমের পুরোটা সময় কিংসের হয়ে খেলবেন এই ইরানিয়ান। 

বসুন্ধরা কিংস তাদের প্রথম আসরে ২০১৮ বিশ্বকাপ খেলা কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেসকে নিয়েছিল। লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসকে নিয়েও তাক লাগিয়েছিল বাংলাদেশের এই ক্লাব। প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দলটি ফের বিশ্বকাপ খেলা ফুটবলারকে দলে ভিড়িয়েছে। 

রেজা খানজাদেহ সবশেষ ইরানের শীর্ষ লিগের ক্লাব গোহার সির্জান এফসির হয়ে খেলেছেন। ইরানের বাইরে কাতারের ক্লাব আল আহলির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

বসুন্ধরা কিংসে কয়েক মৌসুম খেলেছিলেন আরেক ডিফেন্ডার খালিদ শাফি। গত মৌসুমে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কিংস কর্তৃপক্ষের। 

Provaati
    দৈনিক প্রভাতী