মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমিরাতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

আমিরাতকে-হোয়াইটওয়াশের-লক্ষ্যে-ব্যাটিংয়ে-বাংলাদেশ

আমিরাতকে-হোয়াইটওয়াশের-লক্ষ্যে-ব্যাটিংয়ে-বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের শেষ টি-২০তে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শুরুতেই টস পর্ব। কয়েন ফ্লিকে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আমিরাত অধিনায়ক চুনদালগ্যাপোইল রিজওয়ান। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজটি মূলত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই খেলছে বাংলাদেশ। তাই এ সিরিজে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। যে কারণে সিরিজের স্কোয়াডে আছেন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড ও স্ট্যান্ডবাই তালিকায় থাকা সব খেলোয়াড়।

সিরিজের প্রথম ম্যাচে দুর্বল আমিরাতের বিপক্ষে জয়ে যেমন স্বস্তি আছে তেমনই দুশ্চিন্তায় বেড়েছে কপালের ভাঁজও। ৭ রানে জয়ের ম্যাচে একটু এদিক সেদিক হলেই হারের তিক্ত স্বাদ পেতে হতো টাইগারদের। টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার।

তরুণ আফিফ হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহান ছাড়া কারো ব্যাটই হাসেনি। আফিফের ৫৫ বলে ৭৭ রানের দারুণ ইনিংস ও সোহানের ২৫ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১৫৮ রান করতে সমর্থ হয়েছিল বাংলাদেশ।

জবাব দিতে নেমে দারুণ লড়াই করেছে স্বাগতিক আমিরাত। শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকে থাকা আমিরাত হেরেছে মাত্র ৭ রানে। আসন্ন বিশ্বকাপে বড় দলের মোকাবেলা করার আগে এমন পারফরম্যান্স ভয়ের বিষয়।

Provaati
    দৈনিক প্রভাতী