মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবার কি দেখা যাবে নামিবিয়ার রূপকথার স্বপ্নযাত্রা!

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

আবার-কি-দেখা-যাবে-নামিবিয়ার-রূপকথার-স্বপ্নযাত্রা

আবার-কি-দেখা-যাবে-নামিবিয়ার-রূপকথার-স্বপ্নযাত্রা

আইসিসি টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে আগামী ১৬ অক্টোবর থেকে ১৬টি দল শিরোপার জন্য লড়বে।

১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। এর আগে সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

আজ পঞ্চম পর্বে দেখে নিন নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য:

আইসিসি টি-২০ বিশ্বকাপে গত বছর প্রথমবারের মতো অংশ নিয়েছিল নামিবিয়া। এসেই নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে রূপকথার জন্ম দিয়ে তারা জায়গা করে নিয়েছিল সুপার টুয়েলভে। যেখানে আবার স্কটল্যান্ডকেও হারায় তারা।

এবারের বিশ্বকাপে আফ্রিকার দেশটি কতদূর যাবে তা সময়ই বলে দেবে। তবে সুপার টুয়েলভের আগে এবারও বাছাইপর্বে খেলতে হবে তাদের। যেখানে এ গ্রুপে থাকা দলটির প্রতিপক্ষ শ্রীলংকা, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। 

বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে নামিবিয়া। গত আস্রের মতো এবারও দলের নেতৃত্বে থাকছেন গেরহার্ড এরাসমাস। দলের সবচেয়ে বড় তারকা সাবেক প্রোটিয়া ক্রিকেটার ডেভিড উইজে। তার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর নামিবিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে।

এছাড়া জেজে স্মিট, নিকোল লফটি ইটন, ইয়ান ফ্রাইলিংক, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যান গ্রিন প্রত্যেকেই দলের হয়ে একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে এবার বেশ কিছু নতুন মুখ নিয়ে আসছে তারা। অভিজ্ঞতার অভাব দলটিকে ভোগাতে পারে।

স্কোয়াড বিচারে নেদারল্যান্ড ও আরব আমিরাতকে হারানোই নামিবিয়ার মূল লক্ষ্য থাকবে। যদি বাস্তবে এর প্রতিফলন ঘটে, আরেকবার বিশ্বকাপের সুপার টুয়েলভের স্বাদ পেতে পারে তারা। গত আসরের মতো আরেকটি রূপকথার গল্প লিখতে সেরাটা দেওয়া ছাড়া উপায় নেই তাদের।

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত নামিবিয়া দল:

গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, ইয়ান ফ্রাইলিংক, ডেভিড উইজে, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, টাঙ্গেনি, লুঙ্গামেনি, মাইকেল ফন লিংগেন, বেন শিকোঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।

বিশ্বকাপে নামিবিয়ার ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)

১৬ অক্টোবর: শ্রীলংকা, জিলং
১৮ অক্টোবর: নেদারল্যান্ড, জিলং
২০ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত, জিলং।

Provaati
    দৈনিক প্রভাতী