মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফিফ-সোহানের দাপুটে ব্যাটে আমিরাতের লক্ষ্য ১৫৯

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

আফিফ-সোহানের-দাপুটে-ব্যাটে-আমিরাতের-লক্ষ্য-১৫৯

আফিফ-সোহানের-দাপুটে-ব্যাটে-আমিরাতের-লক্ষ্য-১৫৯

অধিনায়ক সোহান ও আফিফের দাপুটে ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে ১৫৯ রানের বড় লক্ষ্য দিল বাংলাদেশ। 

শুরুতে অবশ্য তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়তে হয় বাংলাদেশকে। তবে আফিফ ও সোহানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ বড় সংগ্র করে। আফিফ ৭৭* ও সোহান ৩৫* রানে অপরাজিত থাকেন।

এর আগে অবশ্য আফিফ তার ব্যাক্তিগত অর্ধ শতক পূর্ণ করেন ৩৯ বলের মোকাবিলা করে। তার এই ৫০ এর উনিংসে ৫টি চার ও ১ টি ছয়ের মার ছিল।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি জিটিভিতে সরাসরি সম্প্রচার করছে।

বাংলাদেশ ইনিংসের শুরুতেই ২.৫ ওভারে ২৬ রান করতে সাজঘরে ফিরেন সাব্বির রহমান রুম্মান ও লিটন কুমার দাস। দুজনই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই কোনো রান না করে আউট হয়ে যান সাব্বির। মিরাজ করেছিলেন ১৪ বলে ১২ রান। এরপর ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান লিটন কুমার দাস। ওপেনিং থেকে তিন নম্বরে নেমে আসার প্রভাবই কী তাহলে পড়লো লিটনের ব্যাটিংয়ে?

ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা দেখালেন ইয়াসির আলী রাব্বিও। ৭বল খেলেছেন, করেছেন কেবল ৪ রান। এরপরই মেইয়াপ্পনের বলে বোল্ড হয়ে যান রাব্বি। অর্থ্যাৎ ৪৭ রানে পড়ে বাংলাদেশের ৪ উইকেট।

৭.১ ওভারে ৪৭ রান করতেই প্রথমসারির ৪ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও সুবিধা করতে পারেননি সাব্বির রহমান রুম্মন ও মেহেদি হাসান মিরাজ। 

তারপরই দলের হয়ে হাল ধরেন সোহান ও আফিফ হোসেন। আফিফ ৭৭* ও সোহান ৩৫* রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ একাদশ : 
সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

স্কোর:

বাংলাদেশ: ১৫৮/৫ ওভার ২০

আফিফ: ৭৭*

সোহান: ৩৫*

বোলিং

কার্তিক মিয়াপ্পান: ২ উইকেট 

Provaati
    দৈনিক প্রভাতী