মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্ডারডগ নেদারল্যান্ডসের লক্ষ্য থাকবে সুপার টুয়েলভ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

আন্ডারডগ-নেদারল্যান্ডসের-লক্ষ্য-থাকবে-সুপার-টুয়েলভ

আন্ডারডগ-নেদারল্যান্ডসের-লক্ষ্য-থাকবে-সুপার-টুয়েলভ

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে ১৬টি দল লড়বে শিরোপার জন্য। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। 

এরই মধ্যে সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

আজ সপ্তম পর্বে দেখে নিন নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য:

আইসিসি টি-২০ বিশ্বকাপের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছে নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টে প্রথম পর্বে এ গ্রুপে আছে দলটি। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে শ্রীলংকা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে।

কলিন আকারম্যান হতে পারেন নেদারল্যান্ডসের গেম চেঞ্জারবাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। রোয়েলফ ফন ডার মারউই ও কলিন আকারম্যানকে ফিরিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। 

নেদারল্যান্ডসের নেতৃত্বে থাকবেন স্কট এডওয়ার্ডস। দলের মূল শক্তি পেস অ্যাটাক। যেখানে আছে ব্র্যান্ডন গ্লোভার, টিম ফন ডার গগটেন, লোগান ফন বিক ও পল মিকেরেন। আকারম্যানের মতো কার্যকর অলরাউন্ডারের অন্তর্ভূক্তি তাদের স্কোয়াডের শক্তি বাড়িয়েছে কয়েকগুণ।

ব্যাটিংয়ে টম কুপার, ফ্রেড ক্লাসেন, স্টিফেন মাইবার্গ এবং ম্যা ও’দাউদ নেদারল্যান্ডসের বড় ভরসার নাম। এছাড়া দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছেন, যারা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ফন ডার মারউইর অভিজ্ঞতাও ডাচদের সাফল্যের ক্ষেত্রে বড় সহায়ক হবে।

সুপার টুয়েলভে যেতে দলীয়ভাবে ভালো খেলার বিকল্প নেই নেদারল্যান্ডসের সামনেটি-২০ বিশ্বকাপের মূলপর্বে বলার মতো কোনো সাফল্য এখনো পায়নি নেদারল্যান্ডস। ফলে সুপার টুয়েলভই থাকবে দলটির মূল লক্ষ্য। এই পর্বে উত্তীর্ণ হলে বড় যেকোনো দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে তারা। আর এজন্য দলীয় প্রচেষ্টার কোনো বিকল্প নেই ডাচদের সামনে।

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত নেদারল্যান্ডস দল:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ফন ডার গগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যা ও’দাউদ, টিম প্রিঙ্গল, ভিকরাম সিং।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)

১৬ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত, জিলং
১৮ অক্টোবর: নেদারল্যান্ড, জিলং
২০ অক্টোবর: শ্রীলংকা, জিলং।

Provaati
    দৈনিক প্রভাতী