বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ শিল্পকলায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র ২৬তম মঞ্চায়ন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

আজ-শিল্পকলায়-আষাঢ়স্য-প্রথম-দিবসের-২৬তম-মঞ্চায়ন

আজ-শিল্পকলায়-আষাঢ়স্য-প্রথম-দিবসের-২৬তম-মঞ্চায়ন

থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় আলোচিত নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২৬তম মঞ্চায়ন হতে যাচ্ছে।

‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি হিন্দি ভাষায় রচনা করেছেন মোহন রাকেশ। এ নাটকের আখ্যান রচিত হয়েছে কবি কালিদাসকে কেন্দ্র করে। তবে নির্দেশকের মতে, এটি কালিদাসের জীবনী নয়। এ নাটকে মল্লিকা এক অনিবার্য চরিত্র। কালিদাস আর মল্লিকার জীবনের নানান মর্মস্পর্শী ঘটনা নিয়ে এগিয়েছে নাটক।

নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নাটকটি নিয়ে অংশুমানের ভাষ্য, প্রকৃতি ও প্রেম কেমন হাত ধরাধরি করে চলে, প্রেম কীভাবে শিল্প সৃষ্টির রসদ জোগায়, প্রেম কীভাবে ধ্রুবতারার মতো জীবনের আঙিনায় জেগে থাকে—এমন অনেক গহন-অবগাহনের ডাক পাঠায় এ নাটক। আলোকিত হয় শিল্পীর সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের বহু জানা-অজানা দিক। এমনকি রাষ্ট্রীয় অনুগ্রহ আর চিন্তার স্বাধীনতার মতো স্পর্শকাতর প্রসঙ্গও।

নির্দেশক অলোক বসু জানান, নাটকে কবি কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনে প্রেম, প্রকৃতি উঠে এসেছে। পাশাপাশি ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কবি কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে এই নাটকে।

Provaati
    দৈনিক প্রভাতী