বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজব হলেও সত্যি, এই সিনেমার সব চরিত্রই মৃত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

আজব-হলেও-সত্যি-এই-সিনেমার-সব-চরিত্রই-মৃত

আজব-হলেও-সত্যি-এই-সিনেমার-সব-চরিত্রই-মৃত

লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরলেন ‘দ্য লাস্ট ঠাকুর’র নির্মাতা সাদিক আহমেদ। ১৪ বছর পর ‘সিটি অব ওজ’ নামে নতুন ছবির কাজ শুরু করলেন তিনি। যে ছবির গল্পটাকে দাবি করছেন ম্যাজিক্যাল; বলছেন- চরিত্ররা সব মৃত!

অন্যদিকে, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ ছবিতে পাওয়া যাবে প্রশংসিত সব শিল্পীদের। এদের মধ্যে আছেন- ইন্তেখাব দিনার, মৌসুমি হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতোমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে ছবিটির কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে।

‘সিটি অব ওজ’ প্রসঙ্গে নির্মাতা সাদিকের ভাষ্য, মানবজীবনের বিভিন্ন ডার্ক সাইডের কাহিনি উঠে আসছে এ ছবিতে। খুন-ধর্ষণের মতো নৃশংস অপরাধে লিপ্ত থাকা এক ভুতুড়ে জগৎ, যেখানে কোনো চরিত্রই জানে না যে তারা সবাই মৃত! সিনেমাটি মূলত মৃত নগরীর আখ্যান। আর্টিস্টদের জন্য এটা খুবই পারফরম্যান্সপূর্ণ একটি কাজ।

অভিনেত্রী মৌসুমি হামিদের কাছে ‘সিটি অব ওজ’ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন, এ ছবিতে আমার চরিত্রটি রহস্যময়। গল্পটিও অন্যরকম। যে কারণে কাজটিতে যুক্ত হয়েছি। আর চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

অভিনেতা ইন্তেখাব দিনার জানালেন, এ ছবিতে এক পাদ্রি রূপে দেখা যাবে তাকে। যিনি নরক থেকে এসে মানুষের পাপমুক্তির স্বীকারোক্তি নেন। চরিত্রটি নিয়ে তার বক্তব্য, ‘ছবিটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। আমি পাদ্রির চরিত্রে কাজ করেছি। যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আর সাদিকের কাজে শৈল্পিক কিছু হতে যাচ্ছে। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমার মনে হয়, এ সিনেমাটি ব্যতিক্রম একটি কাজ হবে।

‘সিটি অব ওজ’র কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেছেন পরিচালক খিজির হায়াত খান। তিনি বলেন, আমি তো অভিনয় শিল্পী নই। স্ক্রিনের কোনো চরিত্র যদি আমি ফুটিয়ে তুলতে পারব বলে বিশ্বাস করি তখন সেই কাজটি করি। সাদিক যে কাজটি করছেন, তিনি শুধু আমাকে আমার চরিত্রটি কেমন হবে তা বলে ‘ক্লিক’ করে দিয়েছেন। আমি পারফর্ম করে গিয়েছি।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘সিটি অব ওজ’ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও ছবিটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। পুরো কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সিটি অব ওজ’।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পেয়েছিল সাদিক আহমেদ পরিচালিত ‘দ্য লাস্ট ঠাকুর’। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ওই ছবিতে উঠে এসেছিল আধিপত্য বিস্তারে দুই মোড়লের দ্বন্দ্ব। চলচ্চিত্রটি দেশ ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রশংসিত। চলতি বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ ছবির ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। তবে কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এ নির্মাতা।

Provaati
    দৈনিক প্রভাতী