শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আখাউড়ায় টিকা নিয়েছে ৫৯৫০ শিশু শিক্ষার্থী  

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

আখাউড়ায়-টিকা-নিয়েছে-৫৯৫০-শিশু-শিক্ষার্থী- 

আখাউড়ায়-টিকা-নিয়েছে-৫৯৫০-শিশু-শিক্ষার্থী- 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে।

গত ৩ দিনে এ উপজেলায় প্রায় ৫ হাজার ৯৫০ শিশু শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। 

উপজেলার টিকাদান কর্মীরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে তারা টিকা দিচ্ছেন। টিকা নিতে শিশু শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ দেখা যায়। সকাল থেকে বিকেল ৩টা পযর্ন্ত  টিকা দান ক্যাম্পেইনে চলে এ কার্যক্রম। পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে ২২ হাজার শিশু শিক্ষার্থীকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। এরআগে গত মঙ্গলবার এ উপজেলায় প্রথম ডোজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের মাধ্যমে জলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিবন্ধন করে টিকা নিতে হচ্ছে। টিকা নিবন্ধনের জন্য শিশুদের ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করতে হয়। নিবন্ধনের পর নিকটস্থ স্কুল বা টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের  টিকা নিতে হচ্ছে। 

এদিকে বৃহস্পতিবার পৌর শহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দাঁড়িয়ে টিকা নিচ্ছে। অনেকে দাঁড়িয়ে টিকা নিতে অপেক্ষা করছে। 

টিকা নিতে আসা শিক্ষার্থী লিমা আক্তার বলেন, করোনায় অনেক দিন তাদের স্কুল বন্ধ ছিল। এ জন্য আমরা স্কুলে আসতে পারেনি। টিকা দিলে করোনার ভয় থাকে না তাই নিতে আসলাম। 

একই বিদ্যালয়ের বাবু বলেন, প্রথমে টিকা নিতে অনেক ভয় করছিল। কিন্তু স্বাস্থ্য কর্মীরা খুবই সুন্দর ভাবে আমাদেরকে টিকা দিয়েছেন। দেওয়ার পর কোনো অসুবিধে হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. মোশারফ হোসেন বলেন, গত তিন দিনে প্রায় ৫ হাজার ৯৫০ শিশু শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এ কার্যক্রম শেষ হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, এ উপজেলায় ২২ হাজার শিশু শিক্ষার্থীকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১৬টি কেন্দ্রে একযোগে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। আগামী ৩১ অক্টোবর শেষ হবে এ কার্যক্রম। 

Provaati
    দৈনিক প্রভাতী