মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইসিসির ‘মাস সেরা’র দৌড়ে মনোনয়ন পেলেন জ্যোতি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

আইসিসির-মাস-সেরার-দৌড়ে-মনোনয়ন-পেলেন-জ্যোতি

আইসিসির-মাস-সেরার-দৌড়ে-মনোনয়ন-পেলেন-জ্যোতি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ পুস্কার’ জেতার হাতছানি দিচ্ছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। 

ভালো পারফর্ম করায় সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা খেলোয়াড় পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি। এ পুরস্কারের জন্য জ্যোতিকে লড়তে হবে ভারতের দুই তারকা খেলোয়াড় হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে। 

তারা দুজনই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। জ্যোতির মতো হারমান ও স্মৃতিও প্রথমবারের মতো এবার মনোনয়ন পেলেন।

বাংলাদেশ গত মাসে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় । এই আসরে দুইটি ফিফটিসহ ৪৫ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮০ রান করেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রানের বড় ও হার না মানা ইনিংস খেলে দলকে দারুণ জয় উপহার দেন জ্যোতি।

এর আগে গত বছরের নভেম্বরে দারুণ পারফরম্যান্সের সুবাদে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আখতার।

Provaati
    দৈনিক প্রভাতী