মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইপিএল-পিএসএলের মতো হচ্ছে না এবারের বিপিএল

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

আইপিএল-পিএসএলের-মতো-হচ্ছে-না-এবারের-বিপিএল

আইপিএল-পিএসএলের-মতো-হচ্ছে-না-এবারের-বিপিএল

আনুষ্ঠানিকভাবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা শুরু হয়ে গেল বাংলাদেশে। 

সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিল এবারের বিপিএল আসরের ম্যাচ সংখ্যা, ভেন্যু কিংবা খেলোয়াড়দের পারিশ্রমিকসহ বিস্তারিত জানিয়েছেন গণমাধ্যমে। 

এরপরও কথা থেকে যায় বিপিএল এখনো আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশের পর্যায়ে যায়নি। 

এ নিয়ে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, বিপিএলকে সেরা ঘরোয়া টুর্নামেন্ট করতে চান তারা।

বিপিএলের এবারের আসরকে সামনে রেখে এরইমধ্যে গতকাল রোববার ৭টি ফ্রাঞ্চাইজির নাম চূড়ান্তভাবে প্রকাশ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। 

একদিন পর আজ সোমবার গণমাধ্যমে মল্লিক জানালেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো বিপিএলকে আয়োজন করতে অনেক খরচের ব্যাপার।

মল্লিক বলেন, ‘এটা অনেক খরচের ব্যাপার। তাহলে একেকটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে হবে অনেক টাকায়। আমাদের অন্য মডেলে যেতে হবে। এখন পর্যন্ত হোম এন্ড অ্যাওয়েতেই যেতে পারি না। আমাদের ভেন্যু রেডি না। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ঘরোয়া টুর্নামেন্ট করতে চাই।’

মল্লিক আরও যোগ করেন, ‘তখন কিন্তু এতগুলো টুর্নামেন্ট হতো না। সে জায়গায় আমরা ভালো অবস্থায় চলে গিয়েছিলাম। এখন বিশ্বে অনেকগুলো ভালো টুর্নামেন্ট চলে এসেছে। সিপিএল হচ্ছে, পিএসএল হচ্ছে, বিগ ব্যাশ হচ্ছে, ইউএই লিগ এলো, সাউথ আফ্রিকা করছে, সামনে শ্রীলংকা করবে। এটা তুলনা করা কঠিন। আমরা চাই আমাদের ঘরোয়ার মধ্যে অন্যতম সেরা টুর্নামেন্ট করতে চাই। একেবারে আইপিএল মানের বা পিএসএলের যে মানে করতে যায় সেটা আমাদের জন্য করা এই মুহূর্তে কঠিন হবে।’

আগামী বছরের ২০২৩ সালের জানুয়ারির ৬ তারিখ মাঠে গড়াবে এবারের বিপিএলের আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি।

Provaati
    দৈনিক প্রভাতী