বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে ইউরোপায় গোল পেলেন রোনালদো

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০২  

অবশেষে-ইউরোপায়-গোল-পেলেন-রোনালদো

অবশেষে-ইউরোপায়-গোল-পেলেন-রোনালদো

অবশেষে ২০ বছর পর ইউরোপা লিগে ফিরে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেরিফ তিরাসপোলের বিপক্ষে দলের হয়ে গোল করেন তিনি। এর ফলে তার দল ম্যানইউ ২-০ গোলে জয় পায়।

ইউরোপায় প্রথম ম্যাচ হারের ফলে দলের ওপর চাপ ছিল বৈকি! সঙ্গে যোগ করুন প্রতিপক্ষ শেরিফের সামর্থ্যকে, গেল বছরই যে শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বসেছিল দলটি! সে কারণেই কোচ এরিক টেন হাগ ছিলেন বেশ সতর্ক।

এরপরও অবশ্য শেরিফের মাঠে ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। শুরুর দশটা মিনিট বেশ নড়বড়ে কেটেছে দলটির। তবে ইউনাইটেড সামলে নিয়েছে একটু পরই। প্রথম গোলটাও চলে আসে ১৭ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন জেডন স্যাঞ্চো। ফলে দ্বিতীয় ম্যাচে এসে গোলের খাতা খোলে ইউনাইটেড। 

তবে ইউনাইটেডের জয়টা নিশ্চিত হয় ৩৮তম মিনিটে। প্রতিপক্ষ বক্সে ইউনাইটেড ফুলব্যাক ডিয়োগো ডালো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সেখান থেকে গোলটা করেই চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পান রোনালদো। ইউরোপা লিগেও এটিই তার প্রথম গোল।

স্যাঞ্চোর পর রোনালদোর গোলে ২ গোলের লিড পাওয়া ইউনাইটেড বাকি সময়টা স্বাচ্ছন্দ্যেই পার করেছে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শেষে। 

দিনের অন্য খেলায় অমনিয়াকে ১-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আগের ম্যাচে ইউনাইটেডকেও হারিয়েছিল দলটি। 

টানা দুই জয় নিয়ে গ্রুপের চূড়ায় আছে স্প্যানিশ এই ক্লাবটি। আর দুই ম্যাচে ১ জয় নিয়ে তাদের পরই অবস্থান ইউনাইটেডের।

Provaati
    দৈনিক প্রভাতী