মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপুর প্রযোজনায় তাঁতশিল্পের গল্পে ‘লাল শাড়ি’র মহরত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০২  

অপুর-প্রযোজনায়-তাঁতশিল্পের-গল্পে-লাল-শাড়ির-মহরত

অপুর-প্রযোজনায়-তাঁতশিল্পের-গল্পে-লাল-শাড়ির-মহরত

শাড়ির সঙ্গে মিশে থাকে নারীর আবেগ, ভালোবাসার স্মৃতি। আর তা যদি হয় লাল শাড়ি তাহলে তো সেই স্মৃতির গভীরতা হয় আরো বেশি। কারণ লাল শাড়ির সঙ্গে মিশে থাকে বিয়ের আনন্দঘন মুহূর্ত। শাড়ির সঙ্গে শুধু নারীর নয়, পুরুষেরও জড়িয়ে থাকে নানা আবেগ।

এমন নানা আবেগেই কি না, অভিনেত্রী অপু বিশ্বাসও লাল শাড়িতে সেজেছিলেন শনিবার রাতে। শাড়ির সঙ্গে তার আবেগ নিশ্চিত জড়িয়ে থাকলেও তার লাল শাড়িতে সেজে আসার কারণ ভিন্ন।

সরকারি অনুদানপ্রাপ্ত ও অভিনেত্রী অপু বিশ্বাস প্রযোজিত লাল শাড়ি সিনেমার মহরত অনুষ্ঠানের কারণেই তিনি সেজেছিলেন লাল শাড়িতে।

অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় চলচ্চিত্র’। প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো শনিবার রাত থেকে। অপুর বাবা-মা এর প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় আয়োজন। প্রয়াত বাবা-মা এর ছবির সামনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

অপু বিশ্বাস আয়োজনে বলেন, ‘অপু-জয় চলচ্চিত্র’ প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমার মা। তিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন। তিনি এও চেয়েছিলেন যে, সরকারি অনুদানের চলচ্চিত্র দিয়ে যেন আমার প্রযোজনা প্রতিষ্ঠান শুরু হয়। সেটা করতে পেরেছি, ভালো লাগছে। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।

অপু আরো বলেন, অনুদান পেয়ে প্রথম যাকে ফোন করেছিলাম তিনি বিপ্লব দা (বিপ্লব সাহা)। সে বলেছিল মাসী মা নেই তো কী হয়েছে, আমি আছি তোর পাশে।

সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস জানান, নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। টানাই শুটিং করতে চান তিনি। আর আগামী বছর পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে তাদের।

বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি একটা স্বপ্ন, মুক্তি সংগ্রামের প্রতীক। এমন একটি গল্প বলার জন্য অপু বিশ্বাস আমার ওপর আস্থা রেখেছেন- এ জন্য ধন্যবাদ। তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন কাজ করার। সব মিলিয়ে এক রকম চাপই অনুভব করছি।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি বলেন, লাল শাড়ি সিনেমাটি তাতশিল্প নিয়ে। এ শিল্পটা এখন ব্যাকফুটে। সিনেমাটির মাধ্যমে একটি ঐতিহ্য সবার সামনে উঠে আসবে। এটি গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা।

আয়োজনে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অনেকে অনেক কথা বলতে পারে, তবে সিনেমাটি এর চিত্রনাট্যের যোগ্যতার বলেই অনুদান পেয়েছে। আমি কমিটিতে ছিলাম, আমি জানি।

সবার আলোচনা শেষে সুতার চরকি ঘুরিয়ে লাল শাড়ি সিনেমার মহরত ঘোষণা করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আরও ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

Provaati
    দৈনিক প্রভাতী