বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ দল ও ঐক্যফ্রন্টকে রাখতে চাচ্ছে না বিএনপি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ১৬ ০৪ ০১  

২০-দল-ও-ঐক্যফ্রন্টকে-রাখতে-চাচ্ছে-না-বিএনপি

২০-দল-ও-ঐক্যফ্রন্টকে-রাখতে-চাচ্ছে-না-বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা ইস্যুতে সভা-সমাবেশ করছে বিএনপি। তবে সভা-সমাবেশে বিএনপি নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা ২০ দলীয় জোট নেতাদের। ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টকে কাছে রাখতে চাচ্ছে না বিএনপি; পাওয়া যাচ্ছে এমন আভাস। 

তাদের নিয়ে গা-ছাড়া অবস্থান দলটির জোটের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করছে। নানান হিসাব-নিকাশে দলটি জোটের রাজনীতিতে লাভের চেয়ে লোকসানই বেশি হওয়ায় জোটবদ্ধ রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে। জোটবদ্ধ রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্তও স্পষ্ট করছেন বিএনপি নেতারা।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে জনসভা করছে বিএনপি। যেখানে জোটের শরিকদের উপস্থিতি নেই। এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি ঐক্যফ্রন্টকেও। ফলে বিএনপিতে ‘একলা চলা নীতি’র পুরোপুরি বাস্তবায়ন চোখে পড়ছে।

জোটের রাজনীতি নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, এক এক দলের দলীয় প্রোগ্রাম এক এক রকমের। জোট অথবা ফ্রন্টের অর্থ এই নয় যে, আমাদের দলীয় কোনো নিজস্ব প্রোগ্রাম হবে না, কর্মসূচি হবে না। ফলে এটা আমাদের দলীয় কর্মসূচি হচ্ছে। 

আরো পড়ুন> মহিলা দলের ১২ নেত্রী বহিষ্কার

তিনি আরো বলেন, জোটের রাজনীতি থেকে আমরা অনেকদিন আগেই সরে এসেছি। বিএনপি তার পথ নিজের মতো করে দেখতে চায়। জোটে শরিকদের কার্যকারিতার চেয়ে তাদের জোটবদ্ধ থাকার ঝনঝনানিটাই বেশি দেখা যায়। ফলে তারা নিজেরা নিজেদের মতো গুছিয়ে উঠুক। বিএনপি তার নিজের মতো করেই ভাবছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, আমি মনে করি জোটের রাজনীতির বাস্তবতা এখন আর নেই। দলকে এগিয়ে নিতে শরিকদের বিশেষ প্রয়োজন নেই। আমরা দলকে নিজস্ব গতিতে এগিয়ে নিতে চাই। ফলে চাইলেই শরিকরা শরিকদের মতো করে চলতে পারে।

এদিকে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা মনে করেন, মামলা-হামলা থেকে শুরু করে নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয় তাদের। জোট-ফ্রন্টের গুটি কয়েক নেতার ফেসভ্যালু থাকলেও কর্মী-সমর্থক কম। এছাড়া ভোটের আগে শুরু হয় মনোনয়ন জটিলতা। অনেকটা বিএনপির ঘাড়ে ভর দিয়েই চলে তারা। ফলে জোটবদ্ধ রাজনীতির বাইরে থাকার সিদ্ধান্ত নিঃসন্দেহে যৌক্তিক ও সময়োপযোগী।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর