সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুশীলদের সংকেতের অপেক্ষায় বিএনপি

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

সুশীলদের-সংকেতের-অপেক্ষায়-বিএনপি

সুশীলদের-সংকেতের-অপেক্ষায়-বিএনপি

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন নিজের ওপর নির্ভরশীল নয় বিএনপি। সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের অভাবে এমনটি হয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। দলের নির্ভরশীলতা হারিয়ে সুশীলদের সংকেতের অপেক্ষায় রয়েছেন শীর্ষ নেতারা। কিছুদিন ধরেই সুশীল সমাজের একাংশের সঙ্গে দলটির নেতাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিএনপির কী করা উচিত, কী ধরনের বক্তব্য দেওয়া উচিত ইত্যাদি বিষয়ে পরামর্শ দিচ্ছে সুশীল সমাজের একাংশ। 

অন্যদিকে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে বিএনপি। আর এই দুই পরামর্শকের পরামর্শের দিকেই বিএনপি এখন তাকিয়ে আছে। নিজের শক্তিতে নয়, সুশীল সমাজ ও পশ্চিমা দেশগুলোর সহযোগিতা নিয়েই বিএনপি বড় আন্দোলন গড়ে তুলতে চায় বলে বিএনপির একাধিক নেতা মনে করছেন। 

বিএনপির কিছুদিন আগেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা দিয়েছিল। আন্দোলনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। সংলাপে ২২টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করে বিএনপি। কিন্তু বৈঠক শেষ হতে না হতেই বিএনপিকে বাদ দিয়েই কয়টি রাজনৈতিক দল মিলে গণতন্ত্র মঞ্চ নামে একটি মোর্চা তৈরি করে। ফলে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের স্বপ্ন হোঁচট খায়। এরপর থেকেই বিএনপি পশ্চিমা দেশ ও সুশীলদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

বিশেষ করে গত মাস থেকে যখন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ঘনীভূত হতে শুরু করে তখন থেকেই সুশীল সমাজের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে। সুশীল সমাজ অর্থনৈতিক সংকটের বিভিন্ন তথ্য-উপাত্ত বিএনপি নেতাদেরকে নিয়মিত সরবরাহ করছেন। কোন ভাষায় কীভাবে কথা বলতে হবে ইত্যাদি বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করছে বিএনপি।

বিএনপির নেতারা বলছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এবার পশ্চিমা দেশগুলো সরকারের ওপর বড় ধরনের চাপ দেওয়া হবে। আর এই কারণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের চেয়ে বিএনপি এই দাবির প্রতি পশ্চিমাদের সমর্থন আদায়ের ব্যাপারে বেশি আগ্রহী হয়ে পড়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর