শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিপিবি’র নতুন সভাপতি হলেন শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স

প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ২০ ০৮ ০২  

সিপিবির-নতুন-সভাপতি-হলেন-শাহ-আলম-সাধারণ-সম্পাদক-প্রিন্স

সিপিবির-নতুন-সভাপতি-হলেন-শাহ-আলম-সাধারণ-সম্পাদক-প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি হয়েছেন শাহ আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার দ্বাদশ কংগ্রেসের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে নতুন এ শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ। এ ছাড়া শাহিন রহমান, শামসুজ্জামান সেলিম, এ এন রাশেদা, শাহ আলম, প্রিন্স ও মিহির আগামী চার বছরের জন্য সিপিবির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।

নতুন সভাপতি শাহ আলম বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং নতুন সাধারণ সম্পাদক প্রিন্স দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

৩০ বছর পর মুজাহিদুল ইসলাম সেলিমকে ছাড়াই সিপিবি তার শীর্ষ নেতৃত্ব নির্বাচন করল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশিরভাগ নেতা দল ছেড়ে যাওয়ার পর ১৯৯৩ সাল থেকে সেলিম হয় দলটির সাধারণ সম্পাদক অথবা সভাপতি ছিলেন।

তবে ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর