সোমবার   ১১ নভেম্বর ২০২৪ |  কার্তিক ২৬ ১৪৩১ |   ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম: তোফায়েল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

সাম্প্রদায়িক-সম্প্রীতির-মধ্য-দিয়েই-বাংলাদেশের-জন্ম-তোফায়েল

সাম্প্রদায়িক-সম্প্রীতির-মধ্য-দিয়েই-বাংলাদেশের-জন্ম-তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ১৯৭১ সালে আমরা সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তখন কে হিন্দু, কে মুসলিম সেই ভেদাভেদ ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম। আজও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। সব ধর্মের মানুষ অত্যন্ত শান্তিতে বসবাস করছি।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি গ্রাম আলোকিত, ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা পদ্মাসেতু তৈরি করেছি। কর্ণফুলী টানেলের কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আরো অনেক দূর এগিয়ে যাবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। এক বাংলাদেশ স্বাধীন করা, দুই ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। প্রথমটি তিনি করে গেছেন, দ্বিতীয়টি করার জন্য তার কন্যা শেখ হাসিনা কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত হবে।

সভা শেষে তোফায়েল আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে ভোলা সদর উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য উপহার স্বরূপ ৪০ হাজার টাকা করে দিয়েছেন।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর