মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাপ কিন্তু মরে না যতক্ষণ পুরোপুরি না মারবেন: মায়া চৌধুরী

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২২ ১০ ০২  

সাপ-কিন্তু-মরে-না-যতক্ষণ-পুরোপুরি-না-মারবেন-মায়া-চৌধুরী

সাপ-কিন্তু-মরে-না-যতক্ষণ-পুরোপুরি-না-মারবেন-মায়া-চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে। এই ষড়যন্ত্র ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। সাপ কিন্তু মরে না যতক্ষণ পর্যন্ত না তাকে পুরোপুরি না মারবেন। এই সাপকে (ষড়যন্ত্রকারীদের) চিরতরে মারতে হবে।

সোমবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এ আহ্বান জানান তিনি।

বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক হুমকি ধামকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতারা বলেন- আওয়ামী লীগ দৌড়িয়ে পালানোর জায়গা পাবে না। আমাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। আমাদের পিঠের চামড়া নাকি রাখবে না। কত বড় কথা? আগস্ট মাস শোকের মাস। সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো। দেখি তাদের কত সাহস, মাঠে দেখা হবে।

এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। 

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট শাহাদাতবরণকারী সবার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর