বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংগঠনিক পদবি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়: যুবলীগ চেয়ারম্যান

প্রকাশিত: ২৯ মে ২০২২ ১৬ ০৪ ০২  

সাংগঠনিক-পদবি-ব্যক্তিগত-স্বার্থ-হাসিলের-জন্য-নয়-যুবলীগ-চেয়ারম্যান

সাংগঠনিক-পদবি-ব্যক্তিগত-স্বার্থ-হাসিলের-জন্য-নয়-যুবলীগ-চেয়ারম্যান

সাংগঠনিক পদ-পদবি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয় বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রোববার চট্টগ্রামের হাটহাজারী পার্বতী স্কুলের মাঠে অনুষ্ঠিত উত্তর জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, সাংগঠনিক পদ শুধুমাত্র সাংগঠনিক কাজে ব্যবহার করবেন। সাংগঠনিক পদ-পদবি নিজের ব্যক্তিগত পকেট ভারি করতে নয়, ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নয়। সাংগঠনিক পদ কোনো বাজার থেকে কিনে আনা পণ্য নয়। আমি প্রকাশ্যে কথা দিচ্ছি, আমাদের কাছ থেকে পদ পেতে কোনো উপঢৌকন দিতে হবে না। কোনো আর্থিক সহায়তা লাগবে না। সুতরাং আমাদের প্রত্যাশা, সাংগঠনিক পদ-পদবি চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে ব্যবহার করবেন না।

তিনি আরো বলেন, সংগঠনে ভুঁইফোড় ও অনুপ্রবেশকারীদের রাজত্ব বন্ধ করতে হবে। আশা করি, আপনারা ত্যাগী, সাংগঠনিকভাবে অভিজ্ঞ ও দক্ষ নেতাকর্মীদের নির্বাচন করে মূল্যায়ন করবেন। যারা দলের দুঃসময়ে সংগ্রাম করেছে, জেল-জুলুম ত্যাগ-তিতিক্ষা অত্যাচার সহ্য করেছে, তাদের আপনারা বিবেচনা করবেন। বিবেচনা করবেন তাদের বিগত দিনের কর্মকাণ্ড ও কার্যকলাপ।

পরশ বলেন, আপনাদের কাছে অনুরোধ দুর্নীতিগ্রস্ত হবেন না। দুর্নীতি বাংলাদেশকে ভিতর থেকে খেয়ে ফেলেছে। দুর্নীতি দূর করা কঠিন কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। যুবলীগ দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। আইন করে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সামাজিক আন্দোলন করে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে জনগণকে যুক্ত করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর