সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৭ ১৪৩১ |   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: এসএম কামাল

প্রকাশিত: ৭ জুন ২০২২ ১৫ ০৩ ০১  

ষড়যন্ত্রের-বিরুদ্ধে-সবাইকে-সতর্ক-থাকতে-হবে-এসএম-কামাল

ষড়যন্ত্রের-বিরুদ্ধে-সবাইকে-সতর্ক-থাকতে-হবে-এসএম-কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পদ্মাসেতু নিয়ে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

এসএম কামাল হোসেন বলেছেন, বিশ্ব মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার সরকার পদ্মাসেতু নির্মাণ করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, দেশপ্রেম ও সাহসিকতা নিয়ে যে কাজ করছেন তা যেন অটুট থাকে। তার চলার পথকে যারা কণ্টকাকীর্ণ করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পদ্মাসেতুর উদ্বোধনের দিন মাদারীপুরের কাঁঠালবাড়ী এলাকায় ১০ লাখ লোকের সমাবেশ করবে আওয়ামী লীগ। জনসভা সফল করতে এরই মধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দলটি। সমাবেশস্থলও পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতারা। জনসভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএম কামাল হোসেন বলেন, পদ্মাসেতু বাঙালি জাতির একটি মাইলফলক। অনেক ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র উপেক্ষা করেই আজ পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়। পদ্মাসেতু শুধু একটি সেতু নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের প্রতীক।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর