বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্যই দেশে উন্নয়ন হয়েছে: আব্দুস সোবহান গোলাপ

প্রকাশিত: ২০ মে ২০২২ ১৫ ০৩ ০১  

শেখ-হাসিনার-প্রত্যাবর্তনের-জন্যই-দেশে-উন্নয়ন-হয়েছে-আব্দুস-সোবহান-গোলাপ

শেখ-হাসিনার-প্রত্যাবর্তনের-জন্যই-দেশে-উন্নয়ন-হয়েছে-আব্দুস-সোবহান-গোলাপ

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্যই দেশে উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা দেশে ফিরে না আসলে বাংলাদেশের উন্নয়ন হতো না। তিনি দেশে না ফিরলে মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুস সোবহান গোলাপ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরপর ২৪ হাজার যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিমমভাবে হত্যা করা হয়েছিল। 

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছেন। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের বিচারকার্য বন্ধ করে দিয়েছেন। বিদেশে খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছিলেন।

আবদুস সোবহান গোলাপ বলেন, দেশবিরোধীরা মরেনি। সাপের মতো গর্তে লুকিয়ে আছে। সময়মতো ছোবল দিতে আবার তারা বেরিয়ে আসবে। তাই আওয়ামী লীগের সব নেতাকর্মীদের দেশবিরোধী বিষধর সাপ থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর