মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতিতে বিএনপির নৈতিক পরাজয়

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ১৫ ০৩ ০২  

রাজনীতিতে-বিএনপির-নৈতিক-পরাজয়

রাজনীতিতে-বিএনপির-নৈতিক-পরাজয়

আইনি জটিলতাসহ পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতিতে ফেরাটা অনিশ্চিত। কিন্তু আশায় বুক বেঁধে আছেন বিএনপির কর্মীরা, তাদের নেত্রী ফিরবেন, মৃতপ্রায় দলকে চাঙা করে তুলবেন। কিন্তু তাদের এই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। জানা গেছে, খালেদা জিয়া ও দলের ভবিষ্যত নেতৃত্ব নিয়ে হতাশার দোলাচলে অবস্থান করছেন মির্জা ফখরুলরা। আবার বেগম জিয়ার ভুলের কারণে দলে তারেক রহমানের অবস্থান পাকাপোক্ত হচ্ছে, বেগম জিয়ার ভুলে তারেক লাভবান হচ্ছেন বলেও নানা গুঞ্জন চাউর হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনীতিতে খালেদা জিয়ার অনুপস্থিতি এবং তার মুক্তির বিষয়ে পরিবারের উদ্যোগ ও তৎপরতা নিয়েও দলের ভেতরে নানা প্রতিক্রিয়া আছে। কারণ দলের কেউ জানেন না কোথা থেকে কী হচ্ছে। এ নিয়ে দলের নেতাদেরও কিছু বলার নেই। কারণ তারা আইনি পথে বা আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দলীয় প্রধানকে মুক্ত করতে পারেননি। আবার দলে তারেক রহমানের নেতৃত্ব অনেকের মনঃপূত হচ্ছে না বা জ্যেষ্ঠ নেতারা খালেদার নেতৃত্বে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন- দলে এমন কথা চালু আছে। কিন্তু রাজনীতিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই দলের মূল নেতা হয়ে উঠেছেন। আর পরিস্থিতির কারণে বাধ্য হয়ে নেতাদের সবাইকে তা মেনে নিতে হচ্ছে। 

গুঞ্জন রয়েছে, নিজ যোগ্যতা নয় বরং বেগম জিয়ার ভুলের কারণে বিএনপির নেতৃত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। বেগম জিয়া বিএনপিকে যে জায়গা নিতে সক্ষম হয়েছেন, তারেকের দ্বারা তা সম্ভব নয়। বেগম জিয়ার ভুলে তারেক লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এমন গুঞ্জনও চাউর হয়েছে দলের রাজনীতিতে। 
খালেদার অনুপস্থিতি দলীয় নেতা–কর্মীদের মানসিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিষয়টি জেনে দলকে চাঙ্গা করতে চাইলেও শারীরিক এবং পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে বেগম জিয়া সক্রিয় হতে পারছেন না বিএনপির রাজনীতিতে।

এদিকে একাধিক সূত্র বলছে, বেগম জিয়ার দুর্নীতি ও সাজার কারণে বিএনপি নেতা-কর্মীদের মনোবল ভেঙে গেছে। এ কারণে রাজনীতিতে বিএনপির নৈতিক পরাজয় ঘটেছে। দলের দুই শীর্ষ নেতা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন জনগণ থেকে। যদিও বিএনপি নেতারা বলছেন, অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। আবার তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকলেও বেগম জিয়ার অনুপস্থিতির সুযোগে নেতা বনে যাওয়ায় তাকে মেনে নিতে হচ্ছে। বেগম জিয়ার মতো রাজনৈতিকভাবে বিজ্ঞ না হলেও সুযোগ-সন্ধানী নেতা তারেক রহমানের কারণে আগামীতে বিএনপি আরো প্রশ্নবিদ্ধ হবে বলেও শঙ্কা প্রকাশ করছেন বিএনপির সিনিয়র নেতারা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর