মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৮ ১৪৩১ |   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

মান্না: ছাত্রনেতা থেকে ভাড়াটে রাজনীতিবিদ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ১৩ ০১ ০১  

মান্না-ছাত্রনেতা-থেকে-ভাড়াটে-রাজনীতিবিদ

মান্না-ছাত্রনেতা-থেকে-ভাড়াটে-রাজনীতিবিদ

এক সময়ের ছাত্রনেতা, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রাজনৈতিক আদর্শ হারিয়ে ভাড়াটে রাজনীতিবিদে পরিণত হয়েছেন।

জানা গেছে, বারবার দলবদল ও আদর্শ-নীতি জলাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না এক নতুন রেকর্ড করেছেন। মান্নার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাসদের রাজনীতির মধ্য দিয়ে। দ্রুতই তিনি জাসদ ছাত্রলীগের নেতা হয়েছিলেন। এরপর ভাঙনের মুখে পড়ে জাসদ। গঠিত হয় বাসদ। বাসদেরও অন্যতম নেতা হয়ে যান মাহমুদুর রহমান মান্না। কিন্তু মান্না মানেই ভাঙন, মান্না মানেই রাজনীতিতে সুবিধাবাদ। একসময় বাসদও বিভক্ত হয়ে যায়। মান্না খণ্ডিত একটি জাসদের নেতা হন।

ওয়ান-ইলেভেনের সময় মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক লোভ আরেক দফা উন্মোচিত হয়। ক্ষমতার জন্য তিনি হয়ে যান সংস্কারপন্থী। কিংস পার্টি গঠনের ক্ষেত্রে তিনি ভাড়াটে রাজনীতিবিদ হিসেবে কাজ করেন। শেষ পর্যন্ত কিংস পার্টি ব্যর্থ হয়।

২০০৮ সালের পর নাগরিক ঐক্য নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এ নাগরিক ঐক্য মূলত একটি ভাড়াটে সংগঠন। যখন যার পক্ষে খেলতে হয় তার পক্ষেই খেলে। যেমন:- গত নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা হয়েছিলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেছিলেন।

কিছুদিন ধরেই বিএনপিতে গুঞ্জন রয়েছে যে, মাহমুদুর রহমান মান্না বিএনপিতে যোগ দিতে পারেন।

তবে বিএনপির নেতারা বলছেন, মাহমুদুর রহমান বিএনপিতে যোগ দেবেন কিনা সেটা তার সিদ্ধান্তের ব্যাপার। তবে সম্প্রতি মান্নাকে বিএনপির পক্ষে অত্যন্ত সরব দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহমুদুর রহমান মান্না নতুন কোনো সুযোগের দিকে তাকিয়ে আছেন। এবার মাহমুদুর রহমান মান্না কার হয়ে খেলবেন সেটা নির্ভর করবে তিনি কোথা থেকে বেশি সুযোগ-সুবিধা পাবেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর