সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা-ছেলের ভ্রমণ : ৫১ দিনে ঘুরলেন ভারতের ২৮ রাজ্য

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২ ১৫ ০৩ ০২  

মা-ছেলের-ভ্রমণ৫১-দিনে-ঘুরলেন-ভারতের-২৮-রাজ্য

মা-ছেলের-ভ্রমণ৫১-দিনে-ঘুরলেন-ভারতের-২৮-রাজ্য

মা-ছেলে মিলে বেড়িয়েছে বিশ্ব ভ্রমণে। তারা দুজনে ৫১ দিনে পাড়ি জমিয়েছে ১৭ হাজার মাইল। ভারতের মোট ২৮টি রাজ্য ভ্রমণ করেছেন ডা. মিত্রা সতীশ ও তার ১০ বছরের ছেলে নারায়ণ। এমন খবর প্রকাশ করেছেন সংবাদ মাধ্যম বেটার ইন্ডিয়া।

সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৫১ দিন ধরে তারা দুজনেই রাস্তায় রাস্তায় বেড়িয়েছেন।  ডা. মিত্রা সতীশ নিজে গাড়ি চালিয়ে এই ভ্রমণ করেন। তারা ভারতের আনোচে কানাচে ঘুরে বেড়াতেই এই ট্রিপের পরিকল্পনা করেন।

এ বিষয়ে ডা. মিত্রা বলেন, ‘আমি এর আগে কখনো দূরে গাড়ি চালিয়ে ট্রাভেলের বিষয়ে তেমন আগ্রহী ছিলাম না। ছেলের আবদার পূরণেই তার সঙ্গে এ ভ্রমণে যেতে হয়েছে। সে ভ্রমণপাগল। দেশের যেসব স্থান তার অদেখা সেসব জায়গায় ঘুরে দেখার আবদার করতেই তাকে নিয়ে যাই এ ট্রিপে।

ডা. মিত্রা ও তার ছেলে নারায়ণ। ছবি : সংগৃহীত

তাদের এই ভ্রমণে যাওয়ার মূল লক্ষ্যই ছিলো টোডা সম্প্রদায়ের সঙ্গে দেখা করা। পাশাপাশি ২৮টি রাজ্যের বিভিন্ন গ্রাম, ঐতিহ্য, গৌরবময় শিল্প, কারুশিল্প ও সংস্কৃতি দেখেছেন তারা। ২০২১ সালের প্রথম দিকেই মা-ছেলে রাজ্য ভ্রমণে বের হন।

ভ্রমণে সুরক্ষিত থাকতে ডা. মিত্রা তার গাড়ির রক্ষণাবেক্ষণ, টায়ার পরিবর্তন, বায়ুচাপ পরীক্ষা করা ইত্যাদির প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জানতে ক্লাসে ভর্তি হন। সবকিছু বিচার-বিশ্লেষণ করে তবেই ছেলেকে নিয়ে ভ্রমণে যান এই মা। তাদের কেরালা থেকে শুরু হওয়া যাত্রাটি দুজনকে জম্মু পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারা একে একে উত্তরাখণ্ড, দেরাদুন, জয়পুর, উজ্জয়িন, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়া হয়ে তাদের সূচনা পয়েন্টে ফিরে আসে।

ডা. মিত্রা ও তার ছেলে নারায়ণ। ছবি : সংগৃহীত

ডা. মিত্রা আরো বলেন, এই ভ্রমণ আমার ছেলেকে যে অভিজ্ঞতা দিয়েছে তা অতুলনীয়। ভারতের ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক স্থান ইত্যাদি নিজ চোখে দেখেছে নারায়ণ। বিভিন্ন রাজ্য ও গ্রামের মানুষের আচার-ব্যবহার, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, রান্না- সব বিষয়েই আমরা মা-ছেলে অভিজ্ঞতা অর্জন করেছি। যা আমাদের জ্ঞানের সীমা আরও বাড়িয়ে দিয়েছে।

ডা. মিত্রা বলেন, নারী হয়ে ১০ বছরের ছেলেকে নিয়ে ভারত ভ্রমণে বেড়িয়ে আমি কখনোই ভয় বা দুর্বল বোধ করিনি। আমি সর্বদা নিয়ন্ত্রণে রেখেছিলাম নিজেকে। যদিও কয়েকবার ভুল পথে বাঁক নিয়েছিলাম। তবে এ ভ্রমণে আমাদের খারাপ কোনো অভিজ্ঞতার শরনাপন্ন হতে হয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর