শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মনঃক্ষুণ্ন তারেক ভাঙতে চান স্থায়ী কমিটি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ১৬ ০৪ ০১  

মনক্ষুণ্ন-তারেক-ভাঙতে-চান-স্থায়ী-কমিটি

মনক্ষুণ্ন-তারেক-ভাঙতে-চান-স্থায়ী-কমিটি

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ হওয়ায় স্থায়ী কমিটির সদস্যদের ওপর মনঃক্ষুণ্ন হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

স্থায়ী কমিটির সদস্যদের অনাগ্রহ, ভুল রাজনৈতিক কৌশলের কারণে বিএনপি দিন দিন মুখ থুবড়ে পড়ছে বলে বিশ্বাস করেন তিনি। যার কারণে চলতি বছরের শেষের দিকে স্থায়ী কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন তিনি।

যুক্তরাজ্য বিএনপির দু’জন দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে তারেক রহমানের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে।

এদিকে লন্ডন বিএনপির দায়িত্বশীল ও সিনিয়র একজন নেতা মনে করেন, স্থায়ী কমিটির ওপর আর আস্থা রাখতে পারছেন না তারেক রহমান। তিনি বলেন, দলের অভ্যন্তরে সমন্বয়হীনতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ থুবড়ে থাকা, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ভীতির বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মনোভাব বুঝতে পেরেই তারেক রহমান দলকে ঢেলে সাজানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে দলীয় মতামত জানার জন্য ১০ মার্চ রাতে মির্জা ফখরুলকে ফোন করলেও কোনো সদুত্তর পাননি তারেক।

আরো পড়ুন>>> ২০ দল ও ঐক্যফ্রন্টকে রাখতে চাচ্ছে না বিএনপি

তিনি আরো জানান, তারেক মনে করেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অকার্যকর হয়ে পড়েছে। তাই তাদের মতামত ছাড়াই সব সিদ্ধান্ত নেন তিনি। এ কারণে বিদেশি বন্ধু রাষ্ট্র ও দাতাদের চাপে পড়ে বিএনপিকে রাজপথে ফেরাতে স্থায়ী কমিটি নতুন করে সাজাতে পরিকল্পনা শুরু করেছেন তারেক।

স্থায়ী কমিটির পরিবর্তনে তারেক রহমানের মনোভাবের বিষয়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের একজন নেতা বলেন, দলের স্থায়ী কমিটির কার্যক্রম কেবল আলোচনা সভা, সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। এতে যেমন সমালোচনা বাড়ছে, তেমনি তৃণমূলে অসন্তোষও গভীর হচ্ছে। তাই এ কমিটি বাতিল করে তরুণদের নিয়ে নতুন কমিটি গঠন করার বিকল্প কিছু দেখছেন না তারেক।

তিনি আরো বলেন, দলকে রাজপথমুখী করে দাবি আদায় করতে তাই প্রয়োজনে বৃদ্ধ-বয়োজ্যেষ্ঠ ও কৌশলী নেতাদের মাইনাস করতে চান তারেক। 

এ বিষয়ে সিনিয়রদের মনোভাব জানতে লন্ডন থেকে ঢাকায় যোগাযোগ করছেন তিনি। সিনিয়র নেতাদের অসন্তোষ থাকলেও দলের দুর্দিনে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারেক।

এদিকে দলীয় একটি সূত্র বলছে, স্থায়ী কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাসে দলের অভ্যন্তরে শুরু হয়েছে নানা গুঞ্জন ও আলোচনা। কে থাকবেন আর কাকে বিদায় করা হবে, সেটি নিয়েও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সিনিয়র নেতারা।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর