শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যক্তিগত রেষারেষি বাদ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৭ ০৫ ০২  

ব্যক্তিগত-রেষারেষি-বাদ-দিয়ে-দলকে-শক্তিশালী-করতে-হবে-বাহাউদ্দিন-নাছিম

ব্যক্তিগত-রেষারেষি-বাদ-দিয়ে-দলকে-শক্তিশালী-করতে-হবে-বাহাউদ্দিন-নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের সবার ব্যক্তিগত দলাদলি ও রেষারেষি বাদ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশের জনগণ শক্তিশালী হবে।

শনিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, অপশক্তির কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। সুযোগ পেলে তারা দেশে তালেবানি শাসন কায়েম করবে। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করতে চায়। এই অপশক্তির কাছ থেকে ১৭ কোটি মানুষকে রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা যদি নীতি আদর্শ ঠিক রাখি তাহলে আমরা সব ষড়যন্ত্র রুখতে পারব। সেটা যেকোনো ষড়যন্ত্রই হোক। বিএনপি-জামাত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর যে চেষ্টা করছে আমরা কখনই সেটা করতে দেব না।

তিনি বলেন, বিএনপির ষড়যন্ত্রকে দেশের মানুষ আর সমর্থন করে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরো শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়বো।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম এ আউয়ালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান, মো. গোলাম রব্বানী চিনুসহ পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতারা।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর