সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ০০ ১২ ০৭  

বৃহস্পতিবার-থেকে-সেন্টমার্টিন-রুটে-জাহাজ-চলাচল-বন্ধ

বৃহস্পতিবার-থেকে-সেন্টমার্টিন-রুটে-জাহাজ-চলাচল-বন্ধ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হচ্ছে বৃহস্পতিবার। ফলে এপ্রিলের শুরু থেকেই দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবহাওয়া ও করোনাভাইরাসের পরিস্থিতি ভালো না থাকায় এপ্রিল থেকে জাহাজগুলোকে চলাচল বন্ধ থাকবে।  পরবর্তীতে আবহাওয়া অধিদফতরের প্রতিবেদন সাপেক্ষে জাহাজগুলো চলাচলের অনুমতি দেয়া হবে।

জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকে আবারও পাঁচটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করবে।  তবে আবহাওয়ার কারণে এর আগে-পরেও চালু হতে পারে।

আবহাওয়া স্বাভাবিক থাকলে বুধবার সকাল সাড়ে ৯ টায় এ রুটে পর্যটকবাহী জাহাজ মৌসুমের শেষদিনের মতো সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইদিনের দুপুর ৩টায় জাহাজগুলো আবার টেকনাফ ফিরে আসবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর