বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজেপি নেতার সঙ্গে ১৪ দলের বৈঠক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ২২ ১০ ০২  

বিজেপি-নেতার-সঙ্গে-১৪-দলের-বৈঠক

বিজেপি-নেতার-সঙ্গে-১৪-দলের-বৈঠক

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চাতওয়ালার সঙ্গে আওয়ামী লীগের শরীক জোট ১৪ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে ড. বিজয় চাতওয়ালার সঙ্গে ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু নেতৃত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, তিস্তার পানি ও বর্ডার কিলিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছ।

তিনি বলেন, তাদের দলীয় উদ্দেশ্যে বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। সেই লক্ষ্যে তাদের এই সফর। 

আমু বলেন, রাজনৈতিক দলগুলো সঙ্গে সংযোগ স্থাপন করাই তাদের উদ্দেশ্যে। সেই হিসেবে ১৪ দলের সঙ্গেও বৈঠক হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কী, আমরা কী চাই, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সম্পর্ক উন্নয়নে যা যা জানা দরকার বোঝা দরকার, সেগুলো বোঝা পড়া করার জন্য এই আলোচনা।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড মৃণাল কান্তি দাস। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর