বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির অন্তরে ফ্যাসিবাদ মুখে গণতন্ত্র: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ১৭ ০৫ ০১  

বিএনপির-অন্তরে-ফ্যাসিবাদ-মুখে-গণতন্ত্র-ওবায়দুল-কাদের

বিএনপির-অন্তরে-ফ্যাসিবাদ-মুখে-গণতন্ত্র-ওবায়দুল-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো উপায়ে ক্ষমতাকে কুক্ষিগত করা বিএনপি নেতাদের রাজনীতির একমাত্র লক্ষ্য। বিএনপি তার দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নেতৃত্বের স্বার্থ চরিতার্থ করতে জনগণের স্বার্থকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসে। মূলত বিএনপির অন্তরে ফ্যাসিবাদ আর মুখে গণতন্ত্র।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্ভাসিত। তাই দেশে যখনই কোনো ফ্যাসিবাদী শাসন জেঁকে বসতে চেয়েছে তখনই জনগণ গণআন্দোলন গড়ে তুলেছে। আর সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ।

তিনি বলেন, ফ্যাসিবাদী বিএনপি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল তখন আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ দুর্বার গণআন্দোলন গড়ে তোলে। একইভাবে স্বৈরচারী বিএনপি ২০০৬ সালে ক্ষমতাকে জবর দখল করতে যখন নীলনকশার নির্বাচনের আয়োজন করে তখনও আওয়ামী লীগের নেতৃত্বে রুখে দাঁড়ায় বাংলার জনগণ।

বিএনপির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ফ্যাসিবাদী বিএনপি এ দেশের গণতন্ত্রকামী জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারো সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর