বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির অনশনে জামায়াত, পিটুনির শিকার কয়েকজন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ১২ ১২ ০২  

বিএনপির-অনশনে-জামায়াত-পিটুনির-শিকার-কয়েকজন

বিএনপির-অনশনে-জামায়াত-পিটুনির-শিকার-কয়েকজন

আমন্ত্রণ ছাড়াই বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির প্রতীকী অনশনে অংশ নিয়েছে জামায়াত। আর কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির অনুসারীদের হাতে পিটুনির শিকার হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী এই সংগঠনটির কিছু নেতাকর্মী।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অনশন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপি আয়োজিত অনশনে কয়েকটি দলের প্রধানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এতে ২০ দলীয় জোটের কিছু শরিক ও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতা অংশগ্রহণ করেন। 

তবে আয়োজকদের পক্ষ থেকে জামায়াতকে আমন্ত্রণ জানানো না হলেও সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল অনশনে অংশগ্রহণ করেন। তার উপস্থিতির কারণে সঙ্গে থাকা কিছু নেতাকর্মীও অনশনে আসা বিএনপির অনুসারীদের হাতে মারধরের শিকার হন। তবে ঠিক কতজন আহত হয়েছে, তা জামায়াতের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

আয়োজক বিএনপির ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম শনিবার বিকেলে এক প্রশ্নের জবাবে বলেন, এখানে আমন্ত্রণের কিছু নাই। সবাই যার যার মতো এসেছে। তবে জামায়াতকে আমন্ত্রণ জানাইনি।

বিএনপির দায়িত্বশীল উইং থেকে বলা হয়েছে, কর্মসূচিতে অংশ নিতে বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থায়ী কমিটির কোনো সদস্যের পরামর্শে জামায়াত নেতা বুলবুল অনশনে যেতে পারেন। পরে সেখানে তাকে বক্তব্য দিতেও দেখা যায়।  

প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী জানান,  বিএনপির অনশনে নূরুল ইসলাম বুলবুল যোগ দিতে গেলে তাকে ফুটপাতে চেয়ারে বসতে বলা হয়েছিল। এ সময় বিএনপির অনুসারী কয়েকজন বুলবুলের ওপর চড়াও হয়। এতে বুলবুলের সঙ্গে থাকা কয়েকজন আহত হন। তাদের পাশের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হামলার পরে বিএনপির নেতাদের সঙ্গে অনশনে যোগ দেন নূরুল ইসলাম বুলবুল।

এছাড়া অনশনে অংশ নিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, বিএনপির আমন্ত্রণেই তিনি অনশনে যোগ দেন। বিএনপির কোনো প্রোগ্রামেই তিনি আমন্ত্রণ ছাড়া যাননি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর