শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৫ ১৪৩১ |   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতার ‘অশালীন’ বক্তব্যে বিস্মিত জামায়াত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

বিএনপি-নেতার-অশালীন-বক্তব্যে-বিস্মিত-জামায়াত

বিএনপি-নেতার-অশালীন-বক্তব্যে-বিস্মিত-জামায়াত

জামায়াতের ‘যুদ্ধাপরাধী দল’ অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের দেওয়া বক্তব্যকে ‘অশালীন’ বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে আবদুল হালিম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ জামায়াতে ইসলামী সম্পর্কে যে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা আমাদের বিস্মিত করেছে। এটি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না। আমরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ তার বক্তব্যে জামায়াতে ইসলামীকে ‘যুদ্ধাপরাধী দল’ অভিহিত করেন।

তিনি বলেন, জামায়াত যুদ্ধাপরাধী দল। আমরা অস্বীকার করি না। তাই আজ থেকে বিএনপি-জামায়াত আর হবে না। আমরা জামায়াতকে বেআইনি ঘোষণার দাবি জানাই।

তার এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামায়াত নেতা আবদুল হালিম বলেন, জামায়াতকে বেআইনি ঘোষণা সংক্রান্ত বিষয়ে তার কথায় আমাদের মাঝে প্রশ্ন উঠেছে। কার স্বার্থে এবং কাকে সন্তুষ্ট করার জন্য তিনি এ বক্তব্য দিয়েছেন?

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর