বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতাকর্মীদের ঠেলাঠেলিতে শ্রদ্ধা নিবেদনের আগেই পুষ্পস্তবক দুইভাগ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ১৭ ০৫ ০২  

বিএনপি-নেতাকর্মীদের-ঠেলাঠেলিতে-শ্রদ্ধা-নিবেদনের-আগেই-পুষ্পস্তবক-দুইভাগ

বিএনপি-নেতাকর্মীদের-ঠেলাঠেলিতে-শ্রদ্ধা-নিবেদনের-আগেই-পুষ্পস্তবক-দুইভাগ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের মধ্যে হট্টগোল ও ঠেলাঠেলির ফলে পুষ্পস্তবক অর্পণ করার আগেই ফুলের তোড়া ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি বিএনপির পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা দেখা যায়।

জানা গেছে, ঐ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তেমন ভিড় ছিল না। তবে নিজেদের নেতাকর্মীদের মধ্যেই ঠেলাঠেলির কারণে প্রচণ্ড চাপে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীসহ অন্য সিনিয়র নেতারা।

সে সময় কেন্দ্রীয় নেতারা স্মৃতিসৌধে পৌঁছানোর আগেই স্থানীয় নেতাকর্মীরা অবস্থান করছিলেন। ফুল দেওয়ার উদ্দেশ্যে তারা আগেই শহিদ বেদির কাছাকাছি পৌঁছান। একপর্যায়ে ভিড় বেড়ে যায়। ফখরুল ও রিজভীসহ ঢাকা থেকে আগত নেতারা ভিড়ের মধ্য দিয়ে শহিদ বেদির সামনে পৌঁছান। এরপর সামনের সারিতে তারা আসতেই প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়।

আরো পড়ুন>>> শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের

এ সময় ধাক্কাধাক্কিতে পুষ্পস্তবক দ্বিখণ্ডিত হয়ে পড়ে। পরে মির্জা ফখরুলকে পুষ্পস্তবকের দুই অংশ জোড়া দিয়ে বেদিতে রাখতে দেখা যায়। তার পাশে তখন নেতাকর্মীরা একজনের ওপর আরেকজন হুড়মুড়িয়ে পড়তে থাকেন।

ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করার উদ্দেশ্যে এগিয়ে আসার সময় আবারও শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় ধাক্কাধাক্কির কবলে পড়েন উপস্থিত সাংবাদিকরা।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু প্রমুখ।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর