বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতা এহসানুল হক মিলনের পদাবনতি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ১৪ ০২ ০২  

বিএনপি-নেতা-এহসানুল-হক-মিলনের-পদাবনতি

বিএনপি-নেতা-এহসানুল-হক-মিলনের-পদাবনতি

দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় বিএনপিতে আ ন ম এহসানুল হক মিলনের পদাবনতি হয়েছে। তাকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সম্প্রতি বিএনপির দফতর থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন এহসানুল হক মিলন। এরপর থেকে দলের হাইকমান্ডের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয় বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, আ ন ম এহসানুল হক মিলন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর