বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াতের চক্রান্তে ধর্মীয় উসকানি বেড়েছে

প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ১৭ ০৫ ০২  

বিএনপি-জামায়াতের-চক্রান্তে-ধর্মীয়-উসকানি-বেড়েছে

বিএনপি-জামায়াতের-চক্রান্তে-ধর্মীয়-উসকানি-বেড়েছে

সম্প্রতি দেশে হঠাৎ করেই বেড়েছে ধর্মীয় বিদ্বেষ। যেকোনো ইস্যুতে পরিস্থিতি ঘোলা করতে দেশের আলেম সমাজকে ব্যবহার করা হচ্ছে।

এর ফলে সাধারণ মানুষও অনেক সময় নিজেদের সংযত রাখতে পারছে না। ভুল করেই উগ্রবাদীদের লেলিয়ে দেওয়া ফাঁদে পা দিচ্ছেন তারা। এতে বিপন্ন হচ্ছে কিছু নিরীহ প্রাণ এবং সমাজে বাড়ছে বিশৃঙ্খলা।

খোঁজ নিয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে বেশ কিছু উগ্রবাদী ফেসবুক পেজ, গ্রুপ ও আইডি সক্রিয় রয়েছে। এরা কোনো ঘটনাকে অতিরঞ্জিত ও বড় করে উপস্থাপন করে সাধারণ মানুষদের বিভ্রান্ত করে। তখনই ঝোপ বুঝে কোপ মারে স্বার্থান্বেষী মহল এবং বাধিয়ে দেয় ধর্মীয় গোলযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মীয় উগ্রবাদ ছড়াতে যেসব পেজ কিংবা গ্রুপ অ্যাক্টিভ রয়েছে, প্রায় সবগুলোই বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

আরো পড়ুন>>> বাংলাদেশে সুখ বেড়েছে: তথ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়া আইডি বা পেজ নজরদারিতে রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রীতির বাংলাদেশে বিভেদ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু লাগামহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আজ তা বিপন্ন। স্বার্থান্বেষী মহল বিএনপি-জামায়াতের অপপ্রচার ও কর্মকাণ্ডের সুযোগ নিচ্ছে। সাধারণ ও সহজ-সরল বিশ্বাসের মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর হয়ে উঠেছে একাত্তরের এসব পরাজিত শক্তিরা।

এদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, সময় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ করার। খুব দ্রুত এটা না করলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর