সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে মাঠে নেমেছে: আ জ ম নাছির

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ২২ ১০ ০২  

বিএনপি-জামায়াত-দেশকে-পাকিস্তান-বানানোর-স্বপ্নে-মাঠে-নেমেছে-আ-জ-ম-নাছির

বিএনপি-জামায়াত-দেশকে-পাকিস্তান-বানানোর-স্বপ্নে-মাঠে-নেমেছে-আ-জ-ম-নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছে। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন পূরণে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে।

শনিবার বিকেলে ২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি জামায়াতের ডাকে আন্দোলনের জোয়ার এখন ভাটায় পড়েছে। কেননা তাদের সঙ্গেই ছিল স্বাধীনতাবিরোধী একটি অপশক্তি। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন প্রজন্ম প্রস্তুত। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন। এখন আমাদের নেতাকর্মীদের মানুষের কষ্টের ভাগীদার হওয়া এবং তাদের সহায়তা করা প্রয়োজন। 

ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর