শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাঙালির চেতনা, শিল্প সাহিত্যকে বিকশিত ছাড়াও বাংলাদেশকে একীভূত করেছে ঢাবি: নাছিম

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২ ২৩ ১১ ০২  

বাঙালির-চেতনা-শিল্প-সাহিত্যকে-বিকশিত-ছাড়াও-বাংলাদেশকে-একীভূত-করেছে-ঢাবি-নাছিম

বাঙালির-চেতনা-শিল্প-সাহিত্যকে-বিকশিত-ছাড়াও-বাংলাদেশকে-একীভূত-করেছে-ঢাবি-নাছিম

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শুধু বাঙালি জাতির জাতিসত্ত্বা, বাঙালির চেতনা,শিল্প সাহিত্য সংস্কৃতিকেই শুধু  বিকশিত করে নাই, বাংলাদেশকে একীভূত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

রোববার ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হল শাখার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বাহাউদ্দীন নাছিম বলেন, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায়, সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই! স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যা আগামী দিনে আমরা  সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছিলাম। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নসারথী, আমাদেরকে অন্ধকারের জগত থেকে, হতাশার জগত থেকে, আলোর পথে নিয়ে এসেছেন, তিনি আমাদের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শেখ হাসিনার নীতি আদর্শের প্রতি ঐক্য প্রকাশ করে তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। যেকোনো মূল্যে বাংলাদেশ বিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করি। 

যারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করে, বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার করে, অর্থ বিনিয়োগ করে, লবিস্ট নিয়োগ করে, তাদের প্রতিহত করার জন্য ঢাবির ছাত্রলীগ ও ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহবান জানিয়ে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাঙালি জাতি, জাতিসত্ত্বা, বাঙালির চেতনা,শিল্প সাহিত্য সংস্কৃতিকেই বিকশিত করে নাই, বাংলাদেশকে একীভূত করেছে। অসাম্প্রদায়িক চেতনা যার নেতৃত্বে যিনি সৃষ্টি করেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার সেই আদর্শকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কথা আমাদের ভূলে গেলে চলবে না। এটাও আমাদের মনে রাখতে হবে  কারা আমাদের সংবিধানের উপর আঘাত হেনেছিল। তাদের উদ্দেশ্য কি ছিল?  তারা আমাদের পবিত্র সংবিধানকে খন্ড বিখন্ড করেছে, গণতন্ত্রকে হত্যা করে পদদলিত করেছে! করা অসাম্প্রদায়িক বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে। তারা কি শুধু জাতির পিতাকে হত্যা করেছে তা না, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে হত্যা করতে চেয়েছিলো। আমাদের জাতিসত্তাকে এগিয়ে নেওয়ার যে মূলমন্ত্র সেই শক্তিকে হত্যা করতে চেয়েছিলো।

বাহাউদ্দীন নাছিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, উন্নতির বাংলাদেশ এবং মৌলবাদ, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি, শেখ হাসিনার নেতৃত্বে, এই বাংলাদেশকে আমরা জাতির পিতার সে স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবই তুলবো। এই হোক আমাদের শপথ।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর