রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৬ ১৪৩১ |   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে অপরাজনীতি আমদানি হয়েছে: আমু

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২২ ১০ ০১  

বঙ্গবন্ধুকে-হত্যার-মাধ্যমে-অপরাজনীতি-আমদানি-হয়েছে-আমু

বঙ্গবন্ধুকে-হত্যার-মাধ্যমে-অপরাজনীতি-আমদানি-হয়েছে-আমু

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এদেশের সব অপরাজনীতি ও অপসংস্কৃতির আমদানি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

বুধবার  রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বাংলাদেশ ও চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনায় এ কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের সপক্ষের শক্তির সঙ্গে থাকতে হবে, পাকিস্তানের প্রেতাত্মাদের সঙ্গে নয়। যারা পাকিস্তানের সঙ্গে লেজুড়বৃত্তি করতে চায়, তাদের সহায়ক শক্তি হিসেবে আমরা কোনোদিন কাজ করতে পারি না।

এ সময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে সংবাদমাধ্যম কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অ্যাটকোর সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর