বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী: সুজিত রায় নন্দী

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২ ২১ ০৯ ০২  

বঙ্গবন্ধু-ছিলেন-বহুমাত্রিক-প্রতিভার-অধিকারী-সুজিত-রায়-নন্দী

বঙ্গবন্ধু-ছিলেন-বহুমাত্রিক-প্রতিভার-অধিকারী-সুজিত-রায়-নন্দী

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়া প্রেমিক এবং একজন দক্ষ ফুটবল খেলোয়াড়।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা আজকের এই স্বপ্নের সোনার বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিকারী হতে পেরেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা আবদুল বাসেত এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের এজিএম রওশন আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার এবং জনতা ব্যাংকের সাবেক জিএম মো. শাহ আলম।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগ সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ
উপস্থিত ছিলেন।

আজকের সমাপনী খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন টিম জনতা ভবন কর্পোরেট শাখা এবং ট্রফি অর্জন করেন লোকাল ফাইটার্স টিম।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর