সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের সরকারের দ্বারস্থ খালেদার পরিবার, ক্ষুব্ধ তারেক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

ফের-সরকারের-দ্বারস্থ-খালেদার-পরিবার-ক্ষুব্ধ-তারেক

ফের-সরকারের-দ্বারস্থ-খালেদার-পরিবার-ক্ষুব্ধ-তারেক

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো বাড়ানো হবে। খালেদা জিয়ার বোন সেলিমা রহমান ও ভাই শামীম ইস্কান্দার এরইমধ্যে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন সম্পন্ন করেছেন। এতে বরাবরের মতই নাখোশ খালেদা জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর থেকে সরকারের অনুকম্পায় বেড়েই চলেছে খালেদা জিয়ার জামিনের মেয়াদ। 

যদিও এ বিষয় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এমনকি ম্যাডামও (খালেদা জিয়া) আমাকে কিছু বলেনি।

সঙ্গে ঘটনার আদ্যোপান্ত জেনে দারুণভাবে চটেছেন লন্ডনে পলাতক ফেরারি আসামি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

লন্ডনের কিংস্টন ভিত্তিক সূত্রের দাবি, পরিবারের পাশাপাশি দলেরও গুরুত্বপূর্ণজন তারেক। কিন্তু তাকে না জানিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে কাজটি করেছেন, তা কোনোভাবেই মানতে পারছেন না তারেক। 

আরো পড়ুন> সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ৫৯ কোটি ডলার

তার ধারণা, দলের অন্যান্য নেতাকর্মীদের মতোও খালেদা সরকারের ইশারায় চলছেন। তাই এমন সিদ্ধান্ত তিনি সাবলীলভাবেই নিয়েছেন।

রাজনৈতিক বিজ্ঞজনরা বলছেন, ছেলে কিংবা দলের পক্ষ থেকে কোনোরকম সহায়তা না পেয়েই খালেদা পূর্বের ন্যায় এবারো সরকারের দ্বারস্থ হয়েছেন। বুঝে গিয়েছেন, দল কিংবা তারেক কখনোই তার জন্য কিছু করবে না। করলে আগেই করতো। যেটা সরকার করেছে। মহানুভবতার পরিচয় দিয়ে কারামুক্ত করেছে। তাই সেই নির্ভরতার জায়গা থেকে এবারো খালেদা সরকারের শরণাপন্ন হয়েছেন। যা শুনে এরইমধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেছে তারেকের। জ্বলছেন তেলে-বেগুনে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর