শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফখরুলের সঙ্গে তারেকের দূরত্ব বাড়ছেই

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১ ১১ ০১  

ফখরুলের-সঙ্গে-তারেকের-দূরত্ব-বাড়ছেই

ফখরুলের-সঙ্গে-তারেকের-দূরত্ব-বাড়ছেই

দলের অভ্যন্তরে সমন্বয়হীনতা, সিনিয়র নেতাদের ষড়যন্ত্র, খালেদা জিয়াকে অবমুক্ত না করার উদ্যোগসহ বিভিন্ন কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে তারেক রহমানের। 

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

সূত্রগুলো বলছে, সিনিয়র নেতাদের ছন্নছাড়া অবস্থায় বিএনপি আজ মৃতপ্রায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির অঙ্গ সংগঠন থেকে যে অনুদানের টাকা আসে। সেই টাকার ভাগ নিয়েই বিএনপির অভ্যন্তরে মূল গণ্ডগোল সৃষ্টি হয়েছে। 

এছাড়া দলে মির্জা ফখরুলের একচ্ছত্র আধিপত্য, রাজপথের আন্দোলনের নামে উঠান বৈঠক করা, সভা-সেমিনারে আন্দোলন সীমাবদ্ধ রাখার জন্য রাজনৈতিক অঙ্গনে হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে বিএনপি। বিএনপির অবস্থা যেন কৃষকহীন শস্য ক্ষেতের মতো হয়ে গিয়েছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি অলৌকিক ভাবেই টিকে আছে। জনগণের ভোটে ক্ষমতায় আসা সম্ভব নয় বিএনপির। কবিরাজি বিদ্যায় নয়তো কোনো কালো জাদুর মাধ্যমে তারা ক্ষমতায় আসলেও আসতে পারে। 

বর্তমান বিএনপি এতিম, অসহায় ও সহায়-সম্বলহীন। নেতারা প্রতিনিয়ত বিএনপিকে বিক্রি করছেন বেঁচে থাকার জন্য। দলের নেতৃত্ব কার হাতে কেউ জানে না সঠিকভাবে। রিজভী নিজেকে মহাসচিব ভাবেন। মির্জা ফখরুল রিজভীকে সহ্য করতে পারেন না। যেন সতীনের সংসার করছে বিএনপি।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর