বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফখরুলকে সরাতে সোচ্চার বিএনপির একাংশ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২ ১৬ ০৪ ০২  

ফখরুলকে-সরাতে-সোচ্চার-বিএনপির-একাংশ

ফখরুলকে-সরাতে-সোচ্চার-বিএনপির-একাংশ

আগামী ৭ম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুলকে সরাতে গোপনে কাজ করছেন বিএনপিতে তারেক অনুসারী একটি অংশের নেতারা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পছন্দমতো মহাসচিব দিয়ে স্থায়ী কমিটি গঠন করতে গোপনে কাজ করছেন বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশকিছু নেতা। সেই লক্ষ্য পূরণে এরই মধ্যে গোপনে ৬৪টি জেলা কমিটির সদস্যদের কাছে নতুন কমিটি গঠন সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন রিজভী।

ঐ চিঠিতে স্থায়ী কমিটি গঠন করার জন্য গণস্বাক্ষর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। গণস্বাক্ষর সম্বলিত সেই কাগজ লন্ডনে পাঠানো হবে বলেও জানা গেছে।

বিএনপির একাধিক সংস্কারপন্থী দায়িত্বশীল নেতা জানান, বর্তমান বিএনপির এমন নিথর অবস্থার জন্য বিএনপির মহাসচিব এবং অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা দায়ী।

আরো পড়ুন>>> দোয়া অনুষ্ঠানে মওদুদের সমালোচনায় গয়েশ্বর

মির্জা ফখরুল, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসের মতো নেতারা দীর্ঘ সময় একই পদে থাকায় দলের দায়-দায়িত্বে অবহেলা দেখাচ্ছেন। এছাড়া বিভিন্ন কমিটিতে পছন্দমতো লোক বসিয়ে বিএনপিকে অথর্ব দলে পরিণত করেছেন।

পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্য ও অপরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়ায় বিএনপিকে প্রতিবারই মুখ থুবড়ে পড়তে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির মহাসচিব গা বাঁচিয়ে থাকছেন। প্রতি রাতেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার নামে দূতাবাস ও নিজ দলের ষড়যন্ত্রকারী নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। তাই তাকে নিয়ে দলের মধ্যে গোপনে পরিকল্পনা করা হচ্ছে।

সংস্কারপন্থী অপর একজন নেতা বলেন, কিছুদিনের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। সেখানে বিএনপির মহাসচিব পদে চমক দেখতে পাবেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর