সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফখরুল ৩০ লাখ শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন: হানিফ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

ফখরুল-৩০-লাখ-শহিদ-ও-বীর-মুক্তিযোদ্ধাদের-অপমান-করেছেন-হানিফ

ফখরুল-৩০-লাখ-শহিদ-ও-বীর-মুক্তিযোদ্ধাদের-অপমান-করেছেন-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার ‘পাকিস্তান অনেক ভালো ছিল’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এ কথার মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। তিনি ৩০ লাখ শহিদকে অপমান করেছেন; বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সূত্রাপুর থানা ও ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, পাকিস্তানি আদর্শের রাজনীতি বাংলাদেশে করা যাবে না। নিঃশর্ত ক্ষমা না চাইলে মির্জা ফখরুলকে তার পাকিস্তান-প্রীতির জবাব রাজপথে দেবে দেশের জনগণ।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা মারামারি করে আওয়ামী লীগের দোষ দেয়। গত কয়েকদিনে চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর এবং পল্টনে তারা নিজেরা মারামারি করেছেন।

হানিফ বলেন, বিএনপি বলে আমরা তাদের কর্মসূচিতে নাকি বাধা দেই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না। কিন্তু কেউ আন্দোলনের নামে রাজপথে জ্বালাও-পোড়াও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর