বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির ত্যাগী নেতারা

প্রকাশিত: ১০ জুন ২০২২ ১৫ ০৩ ০২  

নিষ্ক্রিয়-হয়ে-পড়ছেন-বিএনপির-ত্যাগী-নেতারা

নিষ্ক্রিয়-হয়ে-পড়ছেন-বিএনপির-ত্যাগী-নেতারা

পদ আর মনোনয়ন বাণিজ্যের কারণে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির ত্যাগী নেতারা। এতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দলটি।

দলীয় সূত্র বলছে, বিগত কয়েক মাস ধরে তৃণমূল বিএনপির নেতারা পদত্যাগ করছেন। মনোনয়ন বাণিজ্যের খপ্পরে পড়ে নিজেদের আত্মসম্মানবোধ হারানোয় এমন কঠিন সিদ্ধান্ত নেন তারা। অনেকে হতাশায় নিমজ্জিত হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যার ফলে ধীরে ধীরে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে।

বিএনপির সিনিয়র কয়েকজন নেতা বলেন, এখন আমরা গভীর হতাশায় রয়েছি। জনবিচ্ছিন্নতা আমাদের মানসিক পীড়া দিচ্ছে।

তারা বলেন, আমাদের ধারাবাহিক ভুলে রাজনীতির কক্ষপথ থেকে ছিটকে পড়েছে বিএনপি। এছাড়া সভা-সমাবেশে জনগণের সাড়া না পাওয়ায় আত্মসম্মানে লাগছে। এতে আমাদের মতো অনেক নেতা দল থেকে পদত্যাগ করেছেন। আবার কেউ কেউ ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিয়ে দলে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির অধঃপতনের জন্য দলটির সিনিয়র নেতারা দায়ী। পদ ও মনোনয়ন বাণিজ্যের ধারাবাহিক ভুল এবং ইতিবাচক রাজনীতি থেকে দূরে থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে বিএনপি। এছাড়া বিএনপি সন্ত্রাসী-দুর্নীতিবাজ ও ব্যবসায়ীদের দলে পরিণত হয়েছে। বিষয়টি উপলব্ধি করতে পারায় এখন শতশত নেতাকর্মী দলত্যাগ করছেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর