শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে ষড়যন্ত্রে বিএনপি

প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ১৪ ০২ ০২  

নবগঠিত-নির্বাচন-কমিশন-নিয়ে-ষড়যন্ত্রে-বিএনপি

নবগঠিত-নির্বাচন-কমিশন-নিয়ে-ষড়যন্ত্রে-বিএনপি

বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা লিপিবদ্ধ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত। এই নিয়মেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে নবগঠিত নির্বাচন কমিশনকে ঘিরে নানান অপপ্রচার শুরু করেছে বিএনপির ২০ দলীয় জোটের দলগুলো। 

তাদের ভাষ্য, এই কমিশন মোটেও নিরপেক্ষ হবে না। তাই এই কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত এই কমিশনের প্রধান কমিশনার সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিল বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই। তাই আসলেই বিএনপি কী চায় তা বোঝা বড় দুস্কর?

কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সদ্য গঠিত নির্বাচন কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

আরো পড়ুন> জাফরুল্লাহ থাকলে মির্জা ফখরুলের ‘না’!

বিশেষজ্ঞরা বলছেন, এবারই প্রথম নির্বাচন আইনের অধীনে গঠিত হয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এবারের নির্বাচন কমিশনে রয়েছে দুজন সাবেক সিনিয়র সচিব ও একজন সাবেক দায়রা জজ। যা নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথম। এই নির্বাচন কমিশন অবশ্যই জনগণের আস্থা পূরণে সক্ষম হবে।

অন্যদিকে বিএনপি ও তার সমমনা দলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মনগড়া যে বিবৃতি দিচ্ছে তা আসলে তাদের অপকৌশলের অংশ। কেননা অপরাজনীতি করে তারা ক্ষমতা দখলের যে পাঁয়তারা করছে, এই নির্বাচন কমিশনের অধীনে তা সফল করতে পারবে না।

বিশিষ্টজনরা তাদের ষড়যন্ত্রে পা না দিতে জনগণকে সতর্ক করে বলছেন, কোনো অপপ্রচারে পা দেবে না সাধারণ জনগণ। আর কমিশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। কেননা দেশের ইতিহাসে এবারের নির্বাচন কমিশনই সবচেয়ে শক্তিশালী।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর