বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন নেতা ভাড়া করার পরিকল্পনা বিএনপির

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ১৫ ০৩ ০২  

নতুন-নেতা-ভাড়া-করার-পরিকল্পনা-বিএনপির

নতুন-নেতা-ভাড়া-করার-পরিকল্পনা-বিএনপির

বর্তমান বিএনপির সাংগঠনিক অবস্থা এতই দুর্বল যে নিজদের যোগ্য নেতা নেই। নির্বাচন এলেই তাদের অন্য দলের নেতাকে ভাড়া করতে হয়। গত নির্বাচনে বিএনপি ভাড়া করেছিল ড. কামাল হোসেনকে।

সে সময় কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। কারণ, বিএনপির শীর্ষ দুই নেতাই নির্বাচনের অযোগ্য এবং নির্বাচন পরিচালনায় অক্ষম।

জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত। তিনি এখন নির্বাচন করতে পারবেন না। আর সরকারের কৃপায় জামিনে তিনি তার বাসভবনে রয়েছেন। কাজেই নির্বাচনের প্রচারণায়ও তিনি অংশগ্রহণ করতে পারবেন না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে পলাতক। তারেক জিয়াও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং প্রার্থী হতে পারবেন না। এ রকম পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনের সময় নেতা ভাড়া করতে হয়।

প্রশ্ন উঠেছে যে, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে ভাড়া করার পর বিএনপি নিজেই এর জন্য কপাল চাপড়িয়েছে। এজন্য বিএনপি নেতারা আড়ালে-আবডালে বলেন, এটি ছিল তাদের বড় ভুল। কামাল হোসেন আসলে কার এজেন্ট ছিলেন, এটি নিয়েও তাদের মধ্যে সন্দেহ ছিল। অনেকেই মনে করেন যে, কামাল হোসেন হয়তো বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন।

সেটি এখন অতীত। এবার জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে নেই। তবে নির্বাচন সামনে আসছে, নির্বাচন নিয়ে বিএনপি কথাবার্তা বলছে। এবার বিএনপির নেতা কে হবেন- এ নিয়ে বিএনপির মধ্যেই নানারকম আলাপ-আলোচনা চলছে, রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। কিন্তু এবার বিএনপিকে নির্বাচন করতে গেলে একজন নেতা খুঁজতে হবে এবং সেই নেতা যে দলের নয় তা অনস্বীকার্য। তাদের একজন নেতা ভাড়া করতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর