বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে অপতৎপরতা বাড়িয়েছে জামায়াত

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৫ ০৩ ০২  

দ্বাদশ-নির্বাচনকে-সামনে-রেখে-অপতৎপরতা-বাড়িয়েছে-জামায়াত

দ্বাদশ-নির্বাচনকে-সামনে-রেখে-অপতৎপরতা-বাড়িয়েছে-জামায়াত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই বছরের কম সময় বাকি আছে। আর তাই এ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে অপতৎপরতা বাড়াতে শুরু করেছে জামায়াত-শিবির। 

নির্ভরযোগ্য সূত্র মতে, অনেকেই মনে করেন রাজনীতিতে জামায়াত এখন নিষ্ক্রিয়। কিন্তু বাস্তবে এমনটি হওয়ার কোনো কারণ নেই। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে জামায়াত রাজনীতির কৌশল পরিবর্তন করেছে। কেননা তারা কৌশল নির্ধারণে পারদর্শী একটি দল। তারা মানুষের কাছে ভদ্র ও শিক্ষিত চেহারা নিয়ে আবির্ভূত হয়। কিন্তু ভেতরে থাকে আসল উদ্দেশ্য।
 
সারাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় জামায়াত শিবিরের তৎপরতার প্রমাণ দেয়।

মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষককে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। এর পেছনেও ছিল সেই স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তি। শিক্ষক হৃদয় মন্ডল বোঝাতে চেয়েছেন, বিজ্ঞান হলো যৌক্তিকতা নির্ভর আর ধর্ম বিশ্বাসের বিষয়। যার সঙ্গে ধর্ম অবমাননার কোনো সম্পর্ক পায়নি আদালত।

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের হিজাবকাণ্ডের পেছনে শিবিরের ইন্ধন পাওয়া গেছে। তারাই বিষয়টি নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে অপপ্রচার চালিয়েছিল। অথচ হিজাব নয়, স্কুলড্রেস না পরায় ছাত্রীদের শাসন করেছিলেন সেই শিক্ষিকা। আর ঐ শিক্ষিকা হিন্দু ধর্মের হওয়ায় হিজাবের বিষয় জুড়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে জামায়াত-শিবিরের সঙ্গে তাদের পরম মিত্র বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষবৃক্ষের গোড়ায় যতই মধু ঢালা হোক না কেন, সে বিষাক্ত ফলই জন্ম দেবে। তারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে দিতে চায় না। ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে লড়াই করে লাখ লাখ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসেও আমাদের ক্রমাগত পিছিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি ও তাদের দোসররা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর