বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দোয়া অনুষ্ঠানে মওদুদের সমালোচনায় গয়েশ্বর

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২ ১৫ ০৩ ০২  

দোয়া-অনুষ্ঠানে-মওদুদের-সমালোচনায়-গয়েশ্বর

দোয়া-অনুষ্ঠানে-মওদুদের-সমালোচনায়-গয়েশ্বর

প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রশংসা ও সমালোচনা দুইটাই করলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তিনি বলেন, ‌কথাটা শুনতে খারাপ লাগলেও বলতে হয়, ব্যারিস্টার মওদুদের রাজনীতিতে অবদান আছে, পাশাপাশি দলের বিপরীতে দাঁড়ানোর রেওয়াজও আছে। তার একটা রাজনৈতিক বর্ণাঢ্য জীবন আছে। তবে তিনি সব সময় স্রোতের অনুকূলে থাকতে চেষ্টা করতেন, প্রতিকূলতায় তাকে খুব একটা দেখা যায়নি।

বৃহস্পতিবার বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ প্রশংসা ও সমালোচনা করেন।

গয়েশ্বর বলেন, দলের দুঃসময়ে ও সুসময় থাকা নেতাকর্মীরা সবাই যেখানে সমান সেখানে কাউকে ছোট-বড় করে তুলনা করার প্রয়োজন নেই। আমরা সব সময় যেমন ভালো লোক নিয়ে চলতে পারি না, দলের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতেও পারি না।

খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা বলেন, খন্দকার দেলোয়ার হোসেন একমাত্র ভাগ্যবান ব্যক্তি, যার মৃত্যুর পর প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। তার কফিনে ফুল দিয়েছে। এমনকি আমাদের রাজনৈতিক অত্যন্ত বেশি প্রতিপক্ষ আওয়ামী লীগ থেকেও তার জন্য শোকবার্তা পাঠিয়েছে। এটাই তার সবচেয়ে বড় অর্জন। তবে তার যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল, জনগণ তা দিলেও বিএনপি দেয়নি।

নিজ দলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলে ভালো-মন্দ লোক থাকবে সেটা যেমন ঠিক আছে, তেমনই ভালো কাজটা ভালো লোকদের দিয়ে করাটাও উচিত। সব কথা সবাইকে নিয়ে বলা যায় না।

দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর