শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ |  কার্তিক ৩০ ১৪৩১ |   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে শান্তি থাকায় শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে: মাহবুব উল আলম হানিফ

প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ১৬ ০৪ ০২  

দেশে-শান্তি-থাকায়-শেখ-হাসিনার-নেতৃত্বে-উন্নয়ন-হচ্ছে-মাহবুব-উল-আলম-হানিফ

দেশে-শান্তি-থাকায়-শেখ-হাসিনার-নেতৃত্বে-উন্নয়ন-হচ্ছে-মাহবুব-উল-আলম-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশে শান্তি বজায় থাকার কারণে শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু এ উন্নয়ন-অগ্রগতি বিএনপির ভালো লাগে না। শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন কর্মকাণ্ডে দলটির নেতাকর্মীদের গা জ্বলছে। দলটির পাকিস্তানি ধারায় পরিচালিত। আর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভেতরে ভেতরে পাকিস্তানি ভাবধারা লালন করতেন। তার প্রতিষ্ঠিত দলটির নেতারা সেই পাকিস্তানি ভাবধারা ধরে রেখেছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও চাঁদপুর জেলার নেতাদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, উন্নয়নে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, যা বিএনপির পছন্দ হয় না, ভালোও লাগে না। কারণ যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজাকার, আল সামস, আলবদরদের আশ্রয়স্থল ছিল পাকিস্তান। স্বাধীনতার ৫০ বছর পরও বিএনপি-জামায়াত পাকিস্তান থেকে সরে আসতে পারেনি? তারা কিন্তু এখনো পাকিস্তানের ভাবধারায় আছে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনকে বিএনপির নেতারা বলেছেন চোর। অথচ কাউকে চোর বলার আগে নিজেদের চেহারাটা আয়নায় একবার দেখুন, আপনাদের চোরের প্রতিচ্ছবি দেখা যায় কিনা? কারণ আপনাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরির দায়ে জেলে গেছেন। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ালু ও মহানুভবতায় বাসায় থাকার সুযোগ পেয়েছেন।

বিএনপির নেতাদের কানকাটা উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেতাদের কোনো লজ্জা নেই। গ্রামাঞ্চলে একটা কথা আছে, ‘এক কান কাটলে রাস্তার পাশ দিয়ে যায় আর দুই কান কাটলে বাড়ির উপর দিয়ে যায়।’ বিএনপি নেতাদের অবস্থা হচ্ছে সে রকম। তারা ভুলে যায় যে, বিএনপির আরেক দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান বড় সন্ত্রাসী ও চোর। চোর হিসেবে আদালতে প্রমাণিত হয়েছে। সেই চোরের দলের নেতারা আবার কীভাবে অন্যদের নিয়ে কথা বলে? আসলে ‘চোরের মায়ের বড় গলা’ প্রবাদের উত্তম উদাহরণ হচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকার পতন করতে চায় বিএনপি-জামায়াত। সরকারকে পতন করতে পারলেই পাকিস্তানি ভাবধারায় দেশের ক্ষমতা দখল করবে তারা। বিএনপি জানে জনগণের ভোটে তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। কারণ বিএনপি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। তাই তারা জনগণের ভোট আশা করে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে আরো শক্তিশালী হতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করতে মাঠে নামতে পারবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন মায়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাদপুর ৪ আসনের এমপি শফিকুর রহমান, চাঁদপুর ২ আসনের এমপি নুরুল আমিন রুহুল প্রমুখ।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর