রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৬ ১৪৩১ |   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দলীয় কর্মকাণ্ডে খালেদা জিয়ার অসন্তোষ

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

দলীয়-কর্মকাণ্ডে-খালেদা-জিয়ার-অসন্তোষ

দলীয়-কর্মকাণ্ডে-খালেদা-জিয়ার-অসন্তোষ

সাম্প্রতিক সময়ে দল পরিচালনা, সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনসহ বেশ কিছু বিষয়ে সিনিয়র নেতাদের উদাসিনতায় চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া। 

সম্প্রতি বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ স্বজনদের কাছে জানতে চাইলে তিনি এ মনোভাব প্রকাশ করেন। 

গত কয়েকদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারী একাধিক নেতা বলেন, সামগ্রিকভাবে দল পরিচালনা নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতাদের প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন শর্তসাপেক্ষে মুক্তিপ্রাপ্ত খালেদা জিয়া। তিনি নিয়মিত দলের খোঁজখবর রাখছেন।

এ বিষয়ে পরিচয় গোপন রাখার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম। ম্যাডাম আমাদের বললেন, ‘দল তো চালাতেই পারছেন না’। 

তিনি জানান, খালেদা জিয়া নিয়মিত পত্রিকা দেখেন। দল ভালো চলছে না, তিনি নেতাদের ওপর অখুশি। তার (খালেদা জিয়া) অ্যাবসেন্স নিয়ে তিনি খুশি না। বিছানায় বসেই দলের খোঁজখবর রাখছেন।

আরো পড়ুন> জামায়াতের সঙ্গে সংলাপ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি

দলীয় সূত্রমতে, বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপির সাংগঠনিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দলীয় কোন্দলের কারণে দল এখন পুরোপুরি নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। বিভিন্ন ইস্যুতের কর্মসূচি দিলেও মাঠ পর্যায়ে কোনো নেতকর্মী পাওয়া যায় না। ফলে তৃণমূল ও কর্মী সমর্থকরা দিন দিন হতাশ হয়ে পড়ছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, খালেদা জিয়া খুব ভালো করে বুঝে গেছেন বিএনপির কিছু সিনিয়র নেতা ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিলে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছেন। কেননা খালেদা জিয়া রাজনীতিতে ফিরে আসলে তারেক রহমান তার জায়গা হারাবেন। বিএনপি আবারো চাঙ্গা হবে।

খালেদা জিয়া দলীয় রাজনীতিতে ফিরতে চাইলেও দলের কিছু সিনিয়র নেতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। এসব কারণেই মূলত তিনি বিএনপির বর্তমান নেতৃত্বের ওপর অসন্তুষ্ট।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর